ঘটনার পুনরাবৃত্তি, মৃত্যুমুখে মিঠি! অধরাই থেকে যাবে মিঠি-মিঠাই রহস্য! গল্পে নতুন মোড়

‘মিঠাই’ (Mithai) আর মিঠি এই নিয়ে একটা দ্বন্দ্ব চলেই আসছে, কে মিঠি আর কে মিঠাই? সবসময় একটাই প্রশ্ন মিঠিই কি মিঠাই? নাকি মিঠাই মারা গেছে,

Saranna

like mithai's, the end of mithi is death

‘মিঠাই’ (Mithai) আর মিঠি এই নিয়ে একটা দ্বন্দ্ব চলেই আসছে, কে মিঠি আর কে মিঠাই? সবসময় একটাই প্রশ্ন মিঠিই কি মিঠাই? নাকি মিঠাই মারা গেছে, মিঠি সত্যিই আলাদা কেউ। এসব দ্বন্দ্বের অবসান একদিন না একদিন হবেই। তবে সকলেই মিঠির থেকে চাইছে সেই মিঠাইকেই। মিঠাইকেই আনা হোক ধারাবাহিকে।

মিঠাইকে ছাড়া দর্শকদের একদমই চলছে না। যতই মিঠি আর মিঠাই এক দেখতে হোক, তাদের মিঠাইকেই চায়। লেখিকা ম্যাডাম অনেক ক্লু দিয়েছেন, মিঠিই মিঠাই। শাক্যর  প্রতি মিঠির এত টান দেখে সকলেই ভাবছেন, শাক্যর নিজের মা না হয়েও কিভাবে এত টান হতে পারে? তাই সকলেই ভাবছেন যে মিঠিই মিঠাই।

like mithai's, the end of mithi

সম্প্রতি দেখা গেছে, মিঠিকে কিডন্যাপ করে  নিয়ে গেছে ওমি আগরওয়াল। মিঠির মাথায় বন্দুক ঠেকিয়ে  ওমি জিজ্ঞাসা করে কি তার পরিচয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, মিঠি শাক্য কে বাঁচাতে গিয়ে আদিত্য আগারওয়ালের হাতে গুলিতে নিহত হয়। শেষ মুহূর্তে সিদ্ধার্থ সেখানে গিয়ে উপস্থিত হয়েও মিঠিকে বাঁচাতে পারে না সিদ্ধার্থ।

যেভাবে মিঠাই সিদ্ধার্থ কে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছিল সেভাবেই এবার মিঠি শাক্য কে বাঁচাতে গিয়ে গুলি খেল। দর্শকরা এই ঘটনায় বেশ দুঃখিত। অতীতের সেই পুনরাবৃত্তি। এখন মিঠাই ভর্তি হয়েছেন হাসপাতালে। অতীতের পুনরাবৃত্তি দেখে এক অনুরাগী বলছেন যদি এটা মিঠাই হয়, তাহলেই এবার প্রমাণিত হবে।

তার কথায়, ‘এখন ডক্টর যদি বলে এই রোগীর আগেও একবার একই স্থানে অপারেশন হয়েছে তাহলেই প্রমানিত হবে এ হলো মিঠাই। তারপরও মহেন্দ্র বিশ্বাস কেও সত্যি টা বলতে হবে যে মিঠি তার নিজের মেয়ে কি না’। অনেকেই আবার বলছেন এবারেই হয়ত, মিঠিই যে মিঠাই সেই পরিচয় টা বেরিয়ে আসবে। এরপর দেখা যাক, আসল পরিচয় টা বেরিয়ে আসে কিনা। এবারেই দেখা মিলবে একের পর এক টুইস্ট। এবারেই জমবে ধারাবাহিকটি। 

× close ad