টলিউডে একের পর এক তারকার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাশা, অবসাদ কিংবা কোনো অজানা কারণে তারা বেঁচে নিচ্ছেন মৃত্যুর পথ এই নিয়ে আগামী প্রায় ১০ দিনের মধ্যেই তিন জন পর পর আত্মঘাতী হয়েছেন। অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) মৃত্যুর এখনো দিনের পর দিন ঘনিয়ে চলেছে রহস্য। তারই মধ্যে গত বুধবার ফের আত্মঘাতী হতে শোনা যায় মডেল বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumder)। আবারও আজ আত্মঘাতী হন অরেক মডেল মঞ্জুষা নিয়োগী (Manjusha Niyogi)। পরপর এই অস্বাভাবিক মৃত্যুগুলি দেখে কথা বললেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lili Chakravarty)।
পরপর তিন অভিনেত্রীর মৃত্যুতে লিলি চক্রবর্তী কথা বললেন : (Actress Lili Chakravarty talks about after three death)
জানা গেছে মঞ্জুষা বিদিশার বান্ধবী ছিলেন। বান্ধবীর মৃত্যুর খবরে তাকে বলতে শোনা যায় সেও তার মতোই কিছু করবে। অবশেষে সেও ঘটিয়ে ফেলে দুর্ঘটনা। পরপর এমন অকালে তিনটি তারকার প্রাণ চলে যাওয়া যেন মেনে নিতে পারছেননা কেউই। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lili Chakravarty) এই মৃত্যুগুলি সম্পর্কে কিছু কথা বলেছেন।
তার মতে, এখনকার ছেলেমেয়েরা বড্ডো তাড়াতাড়ি জীবনের কাছে হার মেনে যায়। একটা কাজ করেই তাদের নিয়ে বড্ডো বেশি মাতামাতি শুরু হয়ে যায়। আর কেউ কাজ না পেলেই হতাশায় ভুগতে থাকে। চেষ্টা করতে পারে বারবার। এমনতো হতে পারে হয়ত সে অতটাও ট্যালেন্টেড নয়। আবার বিদিশার প্রসঙ্গে তিনি বলেন শুনেছি মেয়েটি নাকি দু এক জায়গায় অডিশন দিয়েছিলো। কিন্তু সুযোগ পায়নি। হয়ত তার প্রতিভার অভাব ছিল। সে তো চেষ্টা করতে পারতো কিন্তু করলো না।
অভিনেত্রী জানান, ‘আমাদের সময় উত্তম কুমার ছিলেন গোটা বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক’। তিনি ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আগলে রাখতেন। এখনকার নায়ক নায়িকারা সাফল্য পেয়েই সব অন্য পথ বেঁচে নিতে চায় যা তার মোটেও পছন্দ নয়। একটা ছবি করেই মাতামাতি, একের বেশি প্রেমের সম্পর্ক তিনি এগুলো মানতে পারেননা। তারপর তিনি আরও বলেন আমাদের সময়তেও এমন অনেক ভালো ও গুণী অভিনেত্র অভিনেত্রী ছিলেন যারা একটা ছবি করে আর কখনও পর্দাতেই আসেননি বা আসতে পারেননি। তাবলে আত্মঘাতী হতে হবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।