যাত্রী দুর্ভোগের চূড়ান্ত, ৭২ ঘন্টা সম্পূর্ণ বন্ধ বান্ডেল জংশন! রইল বাতিল ট্রেনগুলির তালিকা

রেলযাত্রীরা পড়েছেন চরম বিপদে। বিগত কয়েকদিন আগে থেকেই সকলকে সূচনা দেওয়া হয়েছিল যে আগামী ২৭ শে মে থেকে ২৯ শে মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে

Desk

list of local trains cancelled for next 72 hours

রেলযাত্রীরা পড়েছেন চরম বিপদে। বিগত কয়েকদিন আগে থেকেই সকলকে সূচনা দেওয়া হয়েছিল যে আগামী ২৭ শে মে থেকে ২৯ শে মে পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। বিগত কয়েক সপ্তাহ ধরেই ব্যান্ডেলে রেল লাইনে কাজ হচ্ছে। তবে কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি তাই ওই তিন দিন ট্রেন বন্ধ রেখে কাজ হবে। স্টেশন বন্ধ থাকবে তাই সেই কারণে রেলের তরফে বাতিল করা হল অনেক ট্রেন (Train Cancel)।

যা দেখে যাত্রীরা বেশ চিন্তিত। বহু মানুষের রোজকার কর্মজীবনে যাত্রাপথের মাধ্যম ট্রেন। তাই এক সাথে এতগুলি ট্রেন বাতিল (Train Cancel) হওয়ায় তারা বেশ সমস্যার মধ্যে পড়েছেন। তাহলে একঝলক  আপনিও দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকতে চলেছে। আগামী ৭২ ঘন্টা। প্রথম দিন অর্থাৎ ২৭ শে মে কিছু ট্রেন চলার কথা বললেও তা খুব বেশি সুবিধাজনক হবে না যাত্রীদের জন্য।

list of local trains cancelled form bandel

হাওড়া-ব্যাণ্ডেলগামী বাতিল ট্রেন : (Cancel Trains Between Howrah-Bandel)

আগামীকাল ২৭ শে মে হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়াগামী লোকাল ট্রেন শেষ ছাড়বে ১২:১০ মিনিটে, ১২:৩০ মিনিটে ও ১:৩৩ মিনিটে। আর হাওড়াগামী বর্ধমান, ব্যান্ডেল ও কাটোয়ার শেষ ট্রেন থাকবে ১০:২০ মিনিটে, ১২:৫৫ মিনিটে, ও ২:১২ মিনিটে। কাটোয়া ,নৈহাটী থেকে ব্যান্ডেলের দিকে ইএমইউ লোকাল ১১:১০ মিনিটে ও দুপুর ১:৩০ মিনিটে আসবে।

আর ব্যান্ডেল থেকে কাটোয়া, নৈহাটির দিকে ইএমইউ লোকাল থাকবে ১১:১০ ও ১:৩০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়া ও নৈহাটিগামী লোকাল ট্রেন থাকবে ১২:৩৫ ও ১২:৫২ মিনিটে। হাওড়া থেকে মেমারি পর্যন্ত ৪ টে ইএমইউ লোকাল, শিয়ালদহ থেকে কাটোয়া ও শিয়ালদহ থেকে বর্ধমান পর্যন্ত ১২ টা ইএমইউ লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে।

হাওড়া-শিয়ালদহগামী বাতিল ট্রেন : (Cancel Trains Between Howrah-Sealdah)

শিয়ালদহ থেকে জাঙ্গিপুরের মধ্যে ১২ টা মেমু বাতিল থাকবে। ২৮ ও ২৯ শে মে ব্যান্ডেলে সম্পূর্ণ ট্রেন বাতিল থাকবে। ওই দুই দিন কোনো ট্রেন চলবে না। আবার ৩০ শে মে হাওড়া-ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য প্রথম লোকাল ট্রেন থাকবে ২:২০ মিনিট, ২:৩০ মিনিট, ও ২:৪০ মিনিটে। ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়া থেকে ওই দিন হাওড়াগামী প্রথম ট্রেন থাকবে ২:৪০ মিনিট, ২:৪৫ মিনিট, ৩:১০ মিনিটে।

ব্যান্ডেল-নৈহাটী-বর্ধমানগামী বাতিল ট্রেন : (Cancel Trains Between Bandel to Naihati-Bardhaman)

কাটোয়া ও নৈহাটী থেকে ওই দিন ব্যান্ডেলগামী প্রথম লোকাল ট্রেন ছাড়বে ১:১৫ মিনিটে, ও ৪:০৮ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়া ও নৈহাটিগামী প্রথম ইএমইউ লোকাল থাকবে ৩:৪১ মিনিট, ও ৪:৩০ মিনিটে। এছাড়া বাতিল থাকবে শিয়ালদহ ও জঙ্গিপুরের লাইনে ১২ তা মেমু। স্বাভাবিক ভাবেই প্রতিদিনের যাত্রীদের ট্রেনের এই চুচি অনুযায়ী বেশ দুর্ভোগ সহ্য করতে হবে। তবে ব্যান্ডেল জংশনে স্টেশনের রুট রিলে ক্যাবিনেট আধুনিকরণের কারিনেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে কাজ সম্পন্ন করতে।

Related Post