পাহাড়ি ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে এক প্রকান্ড সাপ তাড়া করছে! তারপর কি ঘটল দেখুন সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রতিদিন নিত্যনতুন কতকিছুই ভাইরাল হয়ে পড়ে। কতশত ভাইরাল ভিডিও (Viral Video) আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন

Desk

a big snake chease a man in river viral video

সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রতিদিন নিত্যনতুন কতকিছুই ভাইরাল হয়ে পড়ে। কতশত ভাইরাল ভিডিও (Viral Video) আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকরের মতো প্রতিভাও সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া যায়। হাসি-মজা-দুঃখ আর ভরপুর ব্যাস্ততার মাঝে আমাদের ক্ষনিকের মনরঞ্জনের ঠিকানা হয়ে ওঠে এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই আমাদের প্রাপ্তি হয় আবার অনেকটাই কেবল হাসির খোরাক মাত্র।

এমনই সোশ্যাল মিডিয়ার দৌলতে একটি ভিডিও সামনে এসেছে যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। পাহাড়ের কোলে ঝর্ণার জলে এক প্রকান্ড সাপ তেড়ে এলো একটি পর্যটকের দিকে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে। অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন ভিডিওটি দেখে। সাপ সকলের কাছে কম বেশি ভয়ের জীব। আর সেই সাপ যদি হয় প্রকান্ড আকারের তবে তো আর দেখতেই হবে না। রইল সেই ভাইরাল ভিডিওর (Viral Video) বিস্তার।

 

View this post on Instagram

 

A post shared by Wildistic ™ (@wildistic)

আসলে এটি একটি ইন্সটাগ্রাম ভিডিও ‘ওয়াইল্ডইস্টিক’ একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ঝর্ণার জলে অনেকে স্নান করছে। ও একটি ছেলে তার মুঠোফোনে চারপাশের পরিবেশকে ক্যামেরাবন্দি করছে। কিন্তু হঠাৎ করেই জলে আসতে দেখা যায় এক প্রকান্ড সাপ যে কিনা তেড়ে আসছে যে ছেলেটি ভিডিও করছে তার দিকেই।ছেলেটি তবুও সাহস করে জলে দাঁড়িয়ে ছিল আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করছিল। কিন্তু সাপটি যখন তার প্রায় কাছাকাছি চলে আসে তখন সে ভয় পেয়ে যায় আর পিছোতে পিছোতে একটি পাথরের উপর উঠে পড়ে।

এই ছোট্ট ভিডিওটিই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে। প্রায় ১ লক্ষ দর্শক ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। তবে ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন হয়তো সাপটি তাদের পোষ্য। তাই ওই ছেলেটি বাদে কারুর মুখেই সেভাবে কোনোরূপ ভয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। যেখানে সাপটি প্রথমে জলে ওই সময় উপস্থিত একটি ছেলে পেরিয়েই ওই ছেলেটির সামনে আসছিলো। কিন্তু ওই ব্যক্তির কোনো ভয়ের প্রতিক্রিয়ায় ছিল না।

Related Post