বাদ পড়লেন নাকি বাধ্য হলেন? সত্যি জানিয়ে মুখ খুললেন ‘শ্রাবন’ অভিনেত্রী মৌমিতা

Moumita Sarkar-Shraban : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় এবং চর্চিততম বাংলা ধারাবাহিক (Bengali Serial) হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেরকম

Saranna

love biye aajkal serial moumita sarkar aka shraban openup

Moumita Sarkar-Shraban : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় এবং চর্চিততম বাংলা ধারাবাহিক (Bengali Serial) হল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেরকম জায়গা করে নিতে না পারলেও, দর্শকদের মনে ঠিক জায়গা করে নিয়েছে। শ্রাবণ আর ওদের কেমিস্ট্রি বেশ জমজমাট হয়ে উঠেছে। এখন শ্রাবণ আর ওম অনেকটা কাছাকাছি এসেছে। এর মাঝেই আবার চর্চার কেন্দ্রে উঠে এল মৌমিতা সরকার। এই ধারাবাহিকে শ্রাবণ চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা।

তৃণার আগে শ্রাবণ চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা সরকার (Moumita Sarkar)। বেশ কিছু দিন ধারাবাহিকটি চলার পরে শোনা গেল মুখ্য চরিত্রের অভিনেত্রী মৌমিতা সরকার ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন। আর তার বদলে আসছেন তৃণা। কেন মৌমিতা বিদায় নিলেন, এ বিষয়ে জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে মৌমিতাকে  এই সিদ্ধান্ত নিতে হয়েছে।মৌমিতা এ বিষয়ে মুখ না খুললেও তাঁর মা এই কথা জানিয়েছিলেন।

audience angry to accept trina as srabon in love biye aajkal serial

তবে এবার মৌমিতাও নিজে মুখ খুললেন। লাভ বিয়ে আজকালের বিভিন্ন মুহুর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আপনাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু লিখছি আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি আমার অত্যাধিক শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য আমি Love বিয়ে আজ কাল ধারাবাহিক থেকে বিদায় ও কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য।’ এর পাশাপাশি তিনি লিখেছেন, ‘ আমি কিছু সময়ের বিরতি নিয়ে আবার কোনো না কোনো কাজের মাধ্যমে আবার ফিরে আসবো আপনাদের সকলের সামনে।’ তৃণা সাহাকেও কুর্নিশ জানিয়েছেন, এত তাড়াতাড়ি নতুন একটা চরিত্রকে সবার সামনে ফুটিয়ে তোলার জন্য। 

from love biye aaajkal lead character sharabon leave serial

প্রসঙ্গত, অভিনেত্রী এই ধারাবাহিকে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্যানিক অ্যাটাক হয়। সেটে শ্যুটিং করতে করতেই অজ্ঞান হয়ে পড়তেন। ডাক্তার বলেছিলেন কাজ থেকে ছুটি নিতে। তিনি ভেবেছিলেন সাত-আটদিন ছুটি নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা আর হলনা। পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। এখন তিনি দিদির বাড়ি রয়েছেন। 

× close ad