TRP তলানিতে, দেখছে না দর্শকেরা! বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় ৪ সিরিয়াল

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হয়েছে যে খবর আশ্চর্য করেছে দর্শকদের। দর্শক মহলে খবরটি  নিয়ে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। খবর অনুযায়ী ,চলতি মাসেই

Desk

4 bengali serials ending soon due to low trp

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল হয়েছে যে খবর আশ্চর্য করেছে দর্শকদের। দর্শক মহলে খবরটি  নিয়ে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। খবর অনুযায়ী ,চলতি মাসেই নাকি শেষ হয়ে যাচ্ছে ব্লুস প্রোডাক্শনের সবকটি বাংলা  ধারাবাহিক (Bengali Serial)। স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনায় গড়ে ওঠা এতো গুলো ধারাবাহিক একসাথে বন্ধ হয়ে যাওয়ার খবর আসতেই সকলের মনে কারণ জানতে তৈরী হয়েছে প্রবল উৎসুকতা। অনেক ভক্তরা স্নেহাশিসের উদ্দেশ্যে খুব শীঘ্রই আবার পর্দায় ফিরে আসার আর্জিও জানিয়েছেন।

ষ্টার জলসা থেকে জী বাংলা এই দুই চ্যানেলেই সমান তালে ব্লুস প্রোডাক্শনের (Blues Production) বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) রমরমিয়ে চলে। কিন্তু এভাবে একসাথে এতগুলো সিরিয়াল বন্ধের খবর হয়তো এই প্রথম পাওয়া গেলো। জানা যাচ্ছে, বিশেষ টিআরপি (TRP) না থাকার কারণেই চ্যানেলের তরফে এই ধারাবাহিকগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও অনেকবার এরকম উড়ো খবর সামনে এসেছিলো যে, ‘যমুনা ঢাকি’ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তবে এবারে একসাথে ‘যমুনা ঢাকি’, ‘গঙ্গারাম’, ‘সর্বজয়া’, ও ‘খেলাঘর’ শেষের খবর প্রকাশ্যে এসেছে। খবরের সত্যতা সম্পর্কে যদিও ব্লুস প্রোডাক্শনের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তী (Snehasish Chakraborty) এখনো কিছু স্পষ্টত জানাননি। তবে তিনি বলেছেন, ‘আমাকে চ্যানেল যখনি ডেকেছে আমি পাশে দাঁড়িয়েছি। চ্যানেলের মনে হলে সিরিয়াল বন্ধ করে দিতেই পারে।’ সাথে তিনি আরও জানিয়েছেন তার নতুন অনেক গল্পই তৈরী আছে তিনি চাইলে খুব শীঘ্রই আবার বড়ো পর্দায় ফিরবেন।

low TRP bengali serials ending soon

খুকুমনি হোমডেলিভারি (Khukumoni Home delivery) :

এরইমধ্যে চলতি মাসের শুরুতেই ১ লা মে ষ্টার  জলসা চ্যানেলের জনপ্রিয় ‘খুকুমনি হোমডেলিভারি’ ধারাবাহিকটি বন্ধ হয়ে গেছে। খুকুমনি ধারাবাহিকটি জনপ্রিয়তার তালিকায় বেশ ভালোই ফলাফল করছিলো, কিন্তু মাত্র ৬ মাসের মধ্যেই এভাবে একটি ধারাবাহিক শেষ হয়ে যাওয়াতেও প্রশ্ন উঠেছিল দর্শক মহলে।

সর্বজয়া (Sarbojoya) :

জী বাংলা চ্যানেলে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি প্রথম থেকে টিআরপি তালিকায় (TRP List) এ ভালো ফলাফল করলেও বর্তমানে বিশেষ টিআরপি (TRP) পাচ্ছে না সিরিয়ালটি তাই চেনেলের তরফ থেকে আগামী ১৪ ই মে জী বাংলা চ্যানেলে শেষ হয়ে যাবে ‘সর্বজয়া’ ধারাবাহিকটি।

গঙ্গারাম (Gangaram) ও যমুনা ঢাকি (Jamuna Dhaki):

টিআরপি তালিকায় (TRP List) পিছিয়ে পড়ার কারণে জী বাংলা চ্যানেলে সম্প্রচারিত  ‘যমুনা ঢাকি’ ও ষ্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হওয়া ‘গঙ্গারাম’ সিরিয়াল দুটি একই সাথে ২০ শে মে শেষ হতে চলেছে। গত সপ্তাহের প্রকাশিত টিআরপি তালিকায় তাদের স্কোর ৫ এরও নিচে ছিল।

খেলাঘর (Khelaghor) :

চলতি মাসেই স্নেহাশীষ চক্রবর্তী পরিচালিত ব্লুস প্রোডাকশন প্রযোজিত ‘খেলাঘর’ সিরিয়ালটিও ২২ শে মে শেষ সম্প্রচার হতে দেখা যাবে ষ্টার জলসা চ্যানেলের পর্দায়। টিআরপি তালিকার দৌড়ে এই ধারাবাহিক বেশ পিছিয়ে পড়েছে আর এটি চ্যানেলের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন তিনি কাজে বিশ্বাস করেন কথায় নয়, তাই তিনি কারুর দিকে আঙ্গুল তুলতে রাজি নন। শুধু সুযোগের অপেক্ষায় আছেন নতুন করে আবারও নতুন কিছু শুরু করার জন্য।

× close ad