LPG Cylinder Price : স্বস্তি নেই মধ্যবিত্তদের! ১০৫ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

সাধারণ মধ্যবিত্তদের জন্য আবারও দুঃসংবাদ! এমনিতেই বাড়তে থাকা দৈনন্দিন জিনিসের দামের জেরে অস্থির মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার উপর আজ অর্থাৎ ১লা মার্চ থেকেই ১০৫ টাকা

Desk

LPG Cylinder Price increased

সাধারণ মধ্যবিত্তদের জন্য আবারও দুঃসংবাদ! এমনিতেই বাড়তে থাকা দৈনন্দিন জিনিসের দামের জেরে অস্থির মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার উপর আজ অর্থাৎ ১লা মার্চ থেকেই ১০৫ টাকা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)। বিশ্বের অন্য প্রান্তে ইউক্রেনে যুদ্ধ সংকটের মাঝেই দাম বাড়ল সিলিন্ডারের। সাধারণ মানুষের চরম দুর্দশার দিন সন্নিকটস্থ।

গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হলে স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে পড়বেন রেস্তোরাঁর মালিকরা। বাণিজ্যিক এলপিজির দাম বাড়লে তাদেরও খাবারের দাম বাড়াতে হবে যার ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থেকেই যাবে। বিগত বছরেও শেষের দিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। আর এই বছর ভোট শেষ হওয়ার সাথে সাথেই আবারো ১০৫ টাকা  বাড়ানো হলো সিলিন্ডারের দাম।

Commercial LPG Cylinder

যদিও, এখনো অবধি কেবল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির কথাই জানা গেছে, আশঙ্কা আছে ভোট পর্ব পুরোপুরি মিটতে না মিটতেই বাড়ির রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পেতে পারে। নিয়মানুযায়ী, রান্নার গ্যাসের দাম প্রতি মাসেইপরিবর্তিত ভাবে নির্ধারণ করা হয়ে থাকে। তাই স্বাভাবিক ভাবেই রান্নার গাসেরও দাম বাড়তেই চলেছে খুব শীঘ্রই।

১ লা মার্চ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায়, বর্তমানে ১৯ কেজির এলপিজির সিলিন্ডারগুলির দাম কলকাতায় ১৯৮৭ টাকা থেকে ২০৯৫ টাকা হয়েছে, মুম্বাইতে ১৮৫৭ টাকা থেকে ১৯৬৩ টাকা হয়েছে, আর রাজধানী দিল্লিতে ১৯০৭ টাকা থেকে বেড়ে দাম হয়েছে ২০১২ টাকা। বিগত বছর ২০২১ থেকে চলতি বছর ২০২২ এর এখনো পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডারে দাম বেড়েছিল ১৭০ টাকা। মাঝখানে দাম কিছুটা কমানো হয়েছিল, কিন্তু এবারে তা আবার বাড়ানো হলো অনেকটাই।

Related Post