বাংলা ধারাবাহিকের গল্প যতই ভালো হোক না কেন শেষমেষ সবাই এসে এক জায়গাতেই ঠেকে। টিআরপির জায়গাতেই সবাই শেষ। সবাই এসে ঠেকে টিআরপিতে। এককথায় বলা যায় সিরিয়ালের ভাগ্য নির্ভর করে টিআরপির উপরেই। কোনো ধারাবাহিকের টিআরপি যদি খারাপ হয় সেই ধারাবাহিকের আয়ু শেষ। প্রথমে তাকে আনা হয় দুপুরের কিংবা রাতের স্লটে। তারপর ধীরে ধীরে শেষ করে দেওয়া হয় ধারাবাহিক গুলো। সম্প্রতি টিআরপির অবনতির কারণে সাহেবের চিঠির (Saheber Chithi) এক বিশেষ কুশলীকে বাদ দেওয়া হয়েছে।
তাই দেখা যায়, বাংলার ধারাবাহিক চ্যানেলগুলোতে আসতে থাকে নতুন ধারাবাহিক। নতুন কাহিনী। চলতে থাকে এক চ্যানেল থেকে অপর চ্যানেলের সাথে টিআরপির লড়াই। তাই তো স্টার জলসার পর্দায় দেখা যায় একের পর এক নতুন ধারাবাহিক আসতে। এই যেমন সম্প্রতি স্টার জলসায় দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক ‘এক্কাদোক্কা ‘ ও ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi) ধারাবাহিক ।
‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে অভিনয় করছেন ‘মোহর’ ধারাবাহিকের অভিনেতা শঙ্খ তথা অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। এই ধারাবাহিকে তিনি সাহেবের ভূমিকায় অভিনয় করছেন। আর তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের অভিনেত্রী চারু তথা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। তিনি অভিনয় করছেন চিঠির ভূমিকায়।
এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেতেই দর্শকদের উত্তেজনার সীমা ছিল না। স্টার জলসায় সাড়ে ছ’টায় দেখা যেত ‘বৌমা একঘর’। এই ধারাবাহিক টিআরপির তালিকায় এত খারাপ ফল করেছে যে, এই ধারাবাহিককে রাতের স্লটে পাঠানো হয়। এর পরিবর্তে দেখা যায় সাহেবের চিঠি ধারাবাহিককে।
কিন্তু এই ধারাবাহিক টিআরপি তালিকাতে ব্যর্থ ফল করছে। তাই চ্যানেল কর্তৃপক্ষ পরিচালকেও পরিবর্তন আনলেন, নতুন টিম বানালেন। তাও আখেরে লাভ হল না। টিআরপি তে সেই ব্যর্থ। এবার প্রশ্ন উঠছে কেন এমন ফল। চিঠির সাথে তারকার প্রেম কি অবাস্তব? নাকি লেখনী শক্তি দূর্বল? নাকি অভিনয় দক্ষতা দূর্বল? কারণ একই সময়ে আসা নতুন ধারাবাহিক এক্কা দোক্কা টিআরপি তালিকায় বেশ ফল লাভ করেছে। সেরা দশের মধ্যে তাকে দেখা গেছে।
View this post on Instagram
তবে যদিও এক্কা দোক্কা ধারাবাহিক এই প্রথম সপ্তাহে তালিকায় প্রকাশ পেলো। আগামীতে দর্শক গল্প এগোনোর সাথে সাথে এই ধারাবাহিককে কতটা আপন করে নিতে পারবেন তা সময়ই বলবে। তবে এর আগেও এই ধরণের গল্প ধারাবাহিক রূপে চ্যানেলে দেখা গেছে। সেই গল্পকে অবশ্য দর্শক প্রতিবারই ভালোবাসা দিয়েছেন। তাই এবারেও হয়তো তেমনই কিছু হবে। এক্কা দোক্কা ধারাবাহিকটিকেও দর্শক তার ভালোবাসা দেবেন।