গাড়ি নিয়ে কেরামতি দেখাতে গিয়ে এক পর্যটকের হল নাজেহাল দশা। নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও (Viral Video)। সম্প্রতি সকলেই বেশ ছুটি কাটাতে টুকটাক পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে যাচ্ছেন। আর গরমে অসহ্য গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ের চেয়ে ভালো জায়গা আর কিই বা হতে পারে ? তারওপর আবার এখন স্কুলেও বাচ্ছাদের গরমের ছুটি চলছে। তাই ঘোড়ার জন্য এই তো উপযুক্ত সময়। কাজের ফাঁকে নিজের ব্যস্ততম সময় থেকে কিছু মুহূর্ত চুরি করে নিয়ে ভ্রমণ পিপাসুরা পৌঁছে যাচ্ছেন প্রিয় ডেস্টিনেশনে।
কিন্তু অনেক সময়ই মজা চোখের পলকে সাজা অথবা গভীর শোকে পরিণত হয়। সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে। যা দেখে সকলেই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন সাথে চরম নিন্দাও। এক ব্যক্তি গোয়ায় (Goa) ঘুরতে গিয়ে গোয়ার বিচে বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে সমুদ্রে ভেসে যাচ্ছিলো। আর এই ভিডিওই টুইটারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে পরে। যার ফলে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করেছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ওই ব্যক্তি আসলে দিল্লিতে থাকেন। তিনি গোয়ায় ঘুরতে এসেছিলেন। আর লোকাল ভাড়া করা গাড়ি নিয়ে গোয়ার ভাগাতর বিচের (Vagator Beach) মধ্যে খুব বেপরোয়া ভাবে গাড়িটি ছোটাচ্ছিলেন। কিন্তু হটাৎ ঘটে বিপত্তি। গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। আর সোজা নেমে যায় সমুদ্রে। যদিও বালির কারণে গাড়ি খুব বেশি এগোতে পারেনি। তবে অর্ধ জলে গাড়ি বালিতে আটকে যায়। এদিকে সমুদ্রের জলও ক্রমশ বাড়ছিল। ভিতরে থাকা ওই দিল্লির পর্যটক (Delhi Tourist) ব্যক্তি গাড়ির বাইরে আসতে পারছিলেননা।
আরও পড়ুনঃ মন্দিরের পোষ্যর জন্মদিন পালন! জন্মদিন পালনে ভীষণ খুশি ‘আকিলা’, মুহূর্তে ভাইরাল ভিডিও
তখন ভাগ্যক্রমে ওখানকার স্থানীয়রা এই ঘটনা দেখতে পান আর সকলে ছুতে আসেন। এরপর স্থানীয়দের ও পুলিশের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে এভাবে বিচে গাড়ি চালানোয় পুলিশ তাকে গ্রেফতার করেন। গোয়ার আনজুনা থানার অফিসার জানিয়েছেন ওই ব্যক্তির নাম ২৭৯ ধারা ও ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Tourist from #Delhi illegally drives a rented car on Goa’s Vagator beach. Car gets stuck on the seashore. Driver has been booked by Goa Police for endangering lives.
pic.twitter.com/83LpInGeZT— Manish (@allwebinfo) June 17, 2022
আরও পড়ুনঃ জামাকাপড় নয় ছেঁড়া কাপড়ই পছন্দ! বস্তা সুন্দরীর উরফির ছবি দেখে হাসির রোল নেটপাড়ায়
প্রসঙ্গত, কিন্তু ঘুরতে গিয়ে আজকাল সকলেই যেন বড্ড বাঁধনছাড়া হয়ে পড়েন। ঠিক ছোটবেলায় যেমন সকলে বিশেষত মা-বাবা যেটা করতে মানা করে বেশি করে সেটাই করতে মন চায় তেমনই ঘুরতে গিয়ে কিছু মানুষ ডেয়ারিং কিছু করতে খুব ভালোবাসেন যাতে রিস্ক থাকলেও নিজেকে হিরো ভাবার মতো অনুভূতি পাওয়া যাবে এমন কিছু। কিন্তু অতিরিক্ত মজাও যে অনেক সময় সাজায় পরিণত হয় সেকথা কিছু মানুষ ভুলে যান।