জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। শুরু থেকেই দর্শকমহলে এই ধারাবাহিক বেশ চর্চিত। এই সিরিয়ালের একের পর এক বিতর্কিত দৃশ্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে দর্শকমহলে। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন মানালি দে আর দ্রোণ মুখার্জী। মানালি অভিনয় করছেন শিমুল চরিত্রে আর দ্রোণ অভিনয় করছেন পরাগ চরিত্রে।
যদিও এই সিরিয়াল অন্যান্য সিরিয়ালগুলোর তুলনায় ভিন্নধর্মী কিছুটা। এখানে গল্পের নায়ক শুধুই মেয়েরা। পাঁচটা মেয়ের জীবন ও তাদের বন্ধুত্ব, ওঠাপড়ার গল্প নিয়ে এই সিরিয়াল। বিয়ের আগে শিমুলের খুব কাছের বন্ধু ছিল তার ছোট বৌদি। কিন্তু বিয়ের পর শিমুলের গোটা দুনিয়াটা আমূল বদলে যায়। যার ফলে শিমুল কিছুটা একা হয়ে পরে।
তবে পরিস্থিতি তাকে কাছাকাছি এনে দিয়েছে এমন কিছু বন্ধুর যারা যেকোনো বিপদে শিমুলের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। বিপদে আপদে তারাই এখন শিমুলের অপজনদের চেয়েও বেশি। সম্প্রতি, শিমুল আর পরাগ একসাথে এক সাক্ষাৎকারে ধরা দেয়। সেখানেই তাদের মাঝে দেখা যায় দুস্টু-মিষ্টি একটা সম্পর্কের ঝলক। তারা একে-অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন।
পর্দায় তারা যতটা শত্রু বাস্তবে তারা ততটাই বন্ধু। এইদিন সাক্ষাৎকারে, ও ক্যামেরা শিমুল পরাগের লেগ পুলিং করতে থাকে। শিমুলের দাবি প্যাক আপ এত তাড়াতাড়ি তার কেন হয়েছে? আর প্যাক আপ হয়েছে বলেই বাড়ি চলে যেতে হবে। বেশ মজার ছলেই অভিনেত্রী এমন অভিযোগ জানান পরাগের বিরুদ্ধে। তিনি দ্রোণকে কোনো কথাই বলতে দেননা নিজের সপক্ষে। বরং চুপ করিয়ে দিয়ে নিজেই বলে চলেন।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল পরাগ অভিনেতা দ্রোণ তার নতুন বাড়ির গৃহপ্রবেশ করেছেন। কিন্তু সেখানে মানালি উপস্থিত হতে পারেননি। তাদের সেইদিন শুটিং ছিল। তাই নিজের সপক্ষে যুক্তিতে পরাগ বলতে চান পুজো তো তার হাতে নেই। তাই যে সময় পুজো ছিল তিনি নিমন্ত্রন করেছিলেন তবে মানালি মজা করে বলতে থাকেন তাদের তো রাতে নিমন্ত্রণ করলেই হত।
এমনকি সহ অভিনেতা পুজোর নিমন্ত্রণ হিসাবে একটা পান্তুয়া খাইয়েছেন বলেও জানান। তাদের পর্দার এপারে এমন মিষ্টি খুনসুটি দর্শকের বেশ ভালো লেগেছে। তবে সবশেষে অভিনেত্রী দর্শকের উদ্দেশ্যে বলেছেন আজ ক্যামেরায় আপনাদের পেয়ে খুব খুশি তাই একটু মজা করছিলাম। তবে এর আগেও তারা যখন একসাথে সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন তারা এভাবেই খুনসুটি করেন তা দেখা গিয়েছিল। অনেকে চাইছেন পরাগ আর শিমুলের আবার মিল হয়ে যাক।