Manosi Sengupta-Moumita : একটা ধারাবাহিকের মুখ্য চরিত্রের পাশাপাশি খল চরিত্রও কিন্তু বেশ জনপ্রিয় হয়। মুখ্য চরিত্রের যেমন গুরুত্ব রয়েছে, তেমনই খল চরিত্রেরও গুরুত্ব রয়েছে। আর এরকমই একটি জনপ্রিয় খল চরিত্রের অভিনেত্রী হলেন, মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) তে মৌমিতা চরিত্রে।
এখানে সে পারিবারিক খলনায়িকার রোল প্লে করছে। তাঁকে দেখে মানুষ ভীষণ রকম রেগে যায়। এতেই তাঁর চরিত্রের সার্থকতা। মানুষ যত খল চরিত্রকে দেখে নেতিবাচক মন্তব্য করবে, ততই তো চরিত্রের তাৎপর্য বাড়বে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। সবসময়ই সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও করেন।
এইসবের মাঝেই শোনা যাচ্ছে তিনি নাকি নতুন একটি শোয়ের সঞ্চালনা করবেন। এটা তাঁর কাছে প্রথম নয়, কারণ এর আগেও তিনি শোয়ের সঞ্চালনা করেছেন। কেরিয়ারের শুরুতেই তিনি শোয়ের সঞ্চালনা করেছেন। আবারও তিনি সেটাই করবেন। তাঁর শোয়ের নাম ‘টক ঝাল টকস’। এই শো আপাতত আসছে তাঁর ইউটিউব চ্যানেলে। কিন্তু কি নিয়ে এই শো হবে, তা তিনি জানাননি।
উল্লেখ্য, ‘মেমবউ’ সিরিয়ালের মধ্যে দিয়ে শুরু হয় মানসীর জয়যাত্রা। এরপর একে একে ‘কি করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’ সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন। বেশিরভাগ চরিত্রই করেছেন নেগেটিভ। ২০২৩ এ সোনার সংসারের মঞ্চ থেকে সেরা ভিলেনের অ্যাওয়ার্ড পেয়েছেন। এই নেগেটিভ চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক ট্রোলের শিকার হয়েছেন।
View this post on Instagram
কিন্তু তারপরও নেগেটিভ চরিত্রে কেন? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘সত্যি বলতে, আমার নেগেটিভ চরিত্রে কাজ করতে বেশ মজা লাগে। আমাকে দেখে লোকজন গালিগালাজ করে , ট্রোল করে। আমি সাধারণ ছবি পোস্ট করলে সেটা নিয়েও আমাকে ট্রোল করে। টানা পাঁচ বছর ধরে আমি এই গ্রে শেডের অভিনয় করে যাচ্ছি, তিনি এগুলো গা সওয়া হয়ে গেছে। তবে একজন অভিনেত্রী হিসেবে এটাই আমার সার্থকতা’।