রোগা চেহারা নিয়ে অভিনেতা হওয়া যায় না! কেরিয়ারের শুরুটা কেমন ছিল? জানালেন সৌরভ চক্রবর্তী

Actor Sourav Chakraborty share his acting journey: বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) বেশ পরিচিত একটি মুখ। একাধিক সিরিয়ালের নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে

Desk

membou fame gora actor sourav chakraborty shares his real life story in josh talks

Actor Sourav Chakraborty share his acting journey: বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) বেশ পরিচিত একটি মুখ। একাধিক সিরিয়ালের নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন অভিনেতা। এমনকি পরবর্তীকালে বাংলা সিনেমা থেকে ওয়েব সিরিজের দুনিয়াতেও দেখা গিয়েছে তাকে। সৌরভের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল সানন্দা টিভির  ‘সবিনয় নিবেদন’ এর মাধ্যমে।

প্রথম ধারাবাহিকে তাঁর নায়িকা ছিলেন মধুমিতা সরকার। সিরিয়ালে কাজের সূত্রেই প্রেম হয় দুজনের মধ্যে। পরবর্তীকালে সেটা বিয়ের সম্পর্কে পরিণতি পায়। কিন্তু বিয়ের পর সংসার টেকেনি খুব বেশি দিন। বহুদিন হল বিচ্ছেদ হয়ে গিয়েছে সৌরভ-মধুমিতার। এরপরেও বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন তবে এখন আর তাঁর দেখা মেলে না পর্দায়।

sourav chakraborty actor

‘সবিনয় নিবেদন’ এর পর ২০১২ সালে ‘বধূ কোন আলো লাগলো’ চোখে তে দেখা গিয়েছিল অভিনেতাকে। পরবর্তীকালে ‘মেমবউ’ থেকে ‘আজ আড়ি কাল ভাব’ এর মত সিরিয়ালেও কাজ করেছিলেন। তবে এরপর আর ছোটপর্দায় কাজ করেননি তিনি। ‘জোশ টকস’ ও হাজির হয়েছিলেন সৌরভ চক্রবর্তী। সেখানে নিজের জীবনের অনেক অজানা কাহিনী জানিয়েছেন দর্শকদের। কিভাবে মধ্যবিত্ত পরিবারে থেকেও ছোট থেকেই শিল্পচর্চার প্রতি টান জন্মায়।

আরও পড়ুনঃ দারুণ খবর! হিন্দি চ্যানেলে সুযোগ পেলেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী, দেখা যাবে এই সিরিয়ালে

এরপর থিয়েটার দিয়ে হাতেখড়ি হয় অভিনয়ের। ইচ্ছা ছিল সিনেমা বানাবেন। অবশ্য সেই ইচ্ছাপূরণ হয়েছে কারণবর্তমানে একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও হয়েছেন তিনি। তবে কেরিয়ারের শুরুর দিকে কথা শুনতে হয়েছিল তাকেও। অনেকেই নাকি বলতেন, ‘তোর মত রোগা ছেলে অভিনেতা হয় না।’ যদিও মনের মধ্যে থাকা জেদের কারণে হাল ছাড়েননি তিনি। এরপর সিরিয়ালে অডিশন দিতে দিতেই আসে কাজের সুযোগ। তারপর নিজের অভিনয়ের দক্ষতাতেই সকলের প্রিয় হয়ে অথেনন অভিনেতা।

 

× close ad