‘মেয়েবেলা’র পর নতুন যাত্রা অভিনেত্রীর, শুভেচ্ছায় ভরালেন অনুরাগীরা

কে না চায় বড় হতে, সকলেই চায় বড় হতে। তাই তো সকলের শুরুটা ছোটো পর্দা দিয়ে হলেও, সকলেই চায় বড় জায়গাতে পৌঁছাতে। বর্তমানে দেখা যাচ্ছে

Saranna

meyebela serial actress start her new journey in web series

কে না চায় বড় হতে, সকলেই চায় বড় হতে। তাই তো সকলের শুরুটা ছোটো পর্দা দিয়ে হলেও, সকলেই চায় বড় জায়গাতে পৌঁছাতে। বর্তমানে দেখা যাচ্ছে ছোটো পর্দার অনেক জনপ্রিয় অভিনেত্রীরা যাচ্ছেন ওটিটিতে। সন্দীপ্তা সেন, ঊষসী রায়, তৃণা সাহা সহ অনেক ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা পৌঁছে গেছেন ওটিটিতে এবার এই তালিকায় নাম যোগ হল আরও এক ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রীর নাম।

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায় (Soume Chatterjee)। যিনি জনপ্রিয় হয়েছিলেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে কৃষ্ণা হিসাবে। এরপর দেখা মিলেছিল আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে। উড়ন তুবড়ি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র মতো ধারাবাহিকে দেখা মিলেছিল। শেষবার স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে। ধারাবাহিকটি টিআরপির অভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপর আর দেখা যায়নি।

actress soume chatterjee entry in meyebela

 

আর তাই এবার নতুন জায়গায় পা রাখলেন সৌমি চট্টোপাধ্যায় (Soume Chatterjee)। এবার সৌমি ডেবিউ করবেন ওটিটিতে। সন্দীপ্তা সেন এবং কৌশিক রায়ের নতুন ওয়েব সিরিজ ‘বোধন ২’ (Bodhon 2) এ দেখা মিলবে অভিনেত্রীর। এই খবর নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। সৌমির মাথায় নয়া মুকুটে খুশি অনুরাগীরা। উল্লেখ্য, ২০২২ সালে হইচই-এ মুক্তি পেয়েছিল ‘বোধন’।

এই ওয়েব সিরিজে প্রাধান্য পেয়েছে, গার্হস্থ্য অশান্তি, বৈবাহিক ধর্ষণের মতো সমাজের বিষয়গুলি। এই সিরিজে দুটি মেয়ের ক্ষমতায়নের কথা তুলে ধরা হয়েছে। একটি মেয়ে রাকা যে একজন কলেজের অধ্যাপিকা, তার সাথে একদিন দেখা হয়, তারই কলেজের ছাত্রী শিঞ্জিনীর। এরপরই ঘটে আসল ঘটনা। আর সেই ঘটনাই তুলে ধরা হয়েছে এই সিরিজে।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

শুধু ঘটনা নয়, ঘটনার মোকাবিলার পথও তুলে ধরা হয়েছে এই সিরিজে। একজন নারী বলেই যে সবকিছু সহ্য করবে তা নয়, তারাও প্রয়োজনে হয়ে উঠতে পারে প্রতিবাদী। রাকার ভূমিকায় অভিনয় করছেন, অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) আর শিঞ্জিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এই সিরিজের প্রথম পার্ট খুব জনপ্রিয় হয়েছে। দ্বিতীয় পার্ট কেমন হয় সেটাই দেখার।

× close ad