স্টার জলসার (Star Jalsha) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (meyebela)। ধারাবাহিকটি কাহিনীর থেকে বেশি চর্চিত বীথি চরিত্রের কারণে। এই বীথি চরিত্রে অভিনয় করছিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। তাঁর অভিনয় দেখে অনেকেই সমালোচনা করেছিলেন। এই ধারাবাহিকে নায়িকার শাশুড়ির চরিত্রে দেখা গিয়েছিল। নায়িকা মৌকে একদম সহ্য করতে পারে না। আর এতেই বেজায় চটেছেন দর্শকরা। আর তাই সকলেই চেয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়কে বদলে অন্য কাউকে আনা হোক। আর সেটাই হল এবার।
মাঝপথে অভিনয় ছেড়ে রাজনীতির পথে যোগ দিয়েছিলেন। কিন্তু মেয়েবেলার মাধ্যমে তিনি ফিরে এসেছিলেন। আর সেই ধারাবাহিক ছেড়ে তিনি বেড়িয়ে গেলেন। এই খবর অনেকেই বিশ্বাস করতে পারছেন না। তাহলে এই চরিত্রে অভিনয় করবেন কে? বীথিকা মিত্রের চরিত্রে দেখা যাবে অনুশ্রী দাসকে। কিন্তু তাঁকে দেখেই অনেক অনুরাগী বেজায় চটেছেন।
বীথি চরিত্রে এতটাই নেগেটিভ শেড ছিল যে দর্শকরা ক্ষুব্ধ হয়ে বলেছিলেন রূপা গাঙ্গুলি কে দেখলেই অসহ্য লাগে, সব সময় মনে হয় নেশাগ্ৰস্ত। ওর একটা ডায়ালগও বোঝা যাচ্ছে না। ওকে পরিবর্তন করে ইন্দ্রানী হালদার কে এই চরিত্রে দিলে টিআরপি বাড়বে। রূপা গাঙ্গুলির অভিনয় একদম ভালো হচ্ছে না। আর এই মন্তব্য শুনেই কি রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় ছাড়লেন? কেন ছাড়লেন সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, রূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রটি এতটাই নেগেটিভ শেডের ছিল যে, অভিনেত্রী অভিনয়ে সন্তুষ্ট ছিলেন না। আর একদিকে সিরিয়ালের টিআরপি নেই, রূপার পারিশ্রমিকও বেশ চড়া, তিনি বেশি পারিশ্রমিক নিচ্ছিলেন । সে কারণেই প্রযোজনা সংস্থার সাথে নাকি বনিবনা হচ্ছিল না। আর তাই হয়ত নিজের থেকেই ছেড়ে দিয়েছেন। তবে অনুশ্রী দাসকে দেখে অনুরাগীরা খুশি নন। তারা বলছেন, ‘একটা চরিত্র যতোই কম গুরুত্বপূর্ণ হোক চরিত্রে অভিনয় করা আর্টিস্ট এর অভিনয় যদি সেরকম ভালো ও না হয়।
তারপরও সিরিয়ালের মাঝপথে সেই চরিত্রে অভিনয় করা artist এর মুখবদল হলে মেনে নেওয়া যায়না সহজে। সেই জায়গায় বীথি মাসির মতো এতো গুরুত্বপূর্ণ চরিত্রে রূপা গাঙ্গুলীর মতো অভিনেত্রীর মুখবদল কিভাবে মেনে নেওয়া সম্ভব। বীথি মাসি বলতেই তো উনার মুখটাই চোখের সামনে ভাসে। প্রথম প্রমোর সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিন্তু আজকের পর বীথি- মৌয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে সেই আগ্রহ আর থাকবে না।’