জি বাংলায় নতুন রূপে ফিরছে ‘মিলি’! নিজেই সুখবর দিলেন অভিনেত্রী

জি বাংলার (Zee Bangla) ‘মিলি’ (Mili) সিরিয়াল শেষ হয়ে প্রায় ছয় মাস পেরিয়ে গিয়েছে। দর্শকদের পছন্দের মেগা হলেও টিআরপি (TRP) তালিকায় নাম্বার ছিল কম। আর

Nandini

mili actress kheyali mondal comeback in new role with bidhilipi serial.

জি বাংলার (Zee Bangla) ‘মিলি’ (Mili) সিরিয়াল শেষ হয়ে প্রায় ছয় মাস পেরিয়ে গিয়েছে। দর্শকদের পছন্দের মেগা হলেও টিআরপি (TRP) তালিকায় নাম্বার ছিল কম। আর বর্তমানে গল্প যেমনই হোক না কেন, টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় স্থানচ্যুত হওয়া মানেই লালবাতি! ঠিক এমনটাই হয় মিলি সিরিয়ালের সাথেও। ধ্যারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। নিজের দক্ষ অভিনয় দিয়ে সকলের মন অল্প দিনেই জিতে নিয়েছিলেন তিনি।

অবশ্য ‘মিলি’ অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ছিল না। এর আগেও ‘আলতা ফড়িং’ সিরিয়ালে নায়িকা হিসাবে দারুন অভিনয় করছিলেন তিনি। সেটা শেষ হওয়ার পরেই ‘মিলি’তে দেখা গিয়েছিল। তবে এবার অভিনেত্রীর ফ্যানদের জন্য রইল সুখবর, কামব্যাক করছেন খেয়ালী মন্ডল। তবে ঠিক অভিনয়ে নয় একটু অন্যভাবে।

alta phoring actress humiliating by troller befor acting

ইতিমধ্যেই নেটিজেনরা দেখে নিয়েছেন যে জি বাংলার পর্দায় দুটি নতুন মেগা আসতে চলেছে। যার মধ্যে একটি ‘বিধিলিপি’ হল তামিল মেগার বাংলা রিমেক। অর্থাৎ চরিত্র ও গল্প একই রয়েছে। তবে সিরিয়ালের অডিও অর্থাৎ ডায়লগ বাংলায় দেখা যাবে। আর এই কাজের জন্যই নিযুক্ত হয়েছেন অভিনেত্রী। আরও ভালো করে বলতে হলে নায়িকা রামলক্ষীর চরিত্রের বাংলা ডাবিং করবেন খেয়ালী।

আরও পড়ুনঃ বাহামণি থেকে লবঙ্গ, সুপারহিট বাংলা সিরিয়ালের এই ৪ নায়িকারা এখন কোথায়?

সম্প্রতি আজকালকে দেওয়া এক সাক্ষৎকারে অভিনেত্রী জানান, ‘নিজের চরিত্রের জন্য ডাবিং করেছি, তবে এই অভিজ্ঞতা প্রথমবার। সারাদিন তেলেগু শুনছি, তারপর সেটা নিজের মত করে ডাবিং করছি। নতুন চ্যালেঞ্জ তা কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে অভিনয়ই করছি শুধু ক্যামেরাটা অন নেই। সবসময়েই নতুন কাজ করতে চেয়েছি, সেটা করতে পেরে বেশ ভালো লাগছে’।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নতুন মেগার প্রোমো ও টেলিকাস্টের সময় প্রকাশ্যে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, সপ্তাহে সোম থেকে শনি দুপুর ৩টে থেকে সম্প্রচারিত হবে ‘বিধিলিপি’। এখন অপেক্ষা দর্শকদের কেমন লাগে সেই প্রতিক্রিয়ার।

× close ad