৮০ দশকের বর্ষীয়ান প্রাণবন্ত অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chattopadhyay)। যার মুখে সর্বদা এক টুকরো হাসি লেগেই থাকে। অভিনেত্রীর অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন ১৯৪৪ সালে। সেই সময়ের বাংলা বিনোদন চ্যানেল ডি ডি বাংলায় সম্প্রচারিত হওয়া এক দীর্ঘমেয়াদি জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’ দিয়ে অভিনেত্রীর অভিনয় জীবনের সূচনা ঘটেছিলো। ‘জন্মভূমির’ সিরিয়ালের পিসিমাকে আজ ভুলতে পারেননি সিরিয়াল প্রেমী দর্শক।
‘জননী জন্মভূমি’ ছিল ১৯৯৭ সালের শুরু হওয়া এক দীর্ঘমেয়াদি ধারাবাহিক যার প্রতিটি চরিত্র দর্শকের মনে বিশেষ ছাপ ফেলেছে। শুধু অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ই নন, আরো অনেক বর্তমানের নামকরা অভিনেতা অভিনেত্রীর শুরু এই বিশেষ ধারাবাহিকটির মধ্যে দিয়ে। এই ধারাবাহিকটি ২০০২সাল পর্যন্ত চলেছিল। ভাস্বর চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, সুমন বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সোমা চক্রবর্তী, মৌসুমি চক্রবর্তী ইত্যাদি আরও অনেক অভিনেতা অভিনেত্রীই ছিলেন এই ধারাবাহিকে।
প্রথম থেকে অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা অভিনেত্রীর ছিল না। তার বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত কড়া। অনেক অনুশাসনের মধ্যে দিয়ে অভিনেত্রীর বড়ো হয়ে ওঠা। প্রথমে অভিনেত্রী একজন নৃত্যশিল্পী হিসাবে পরিচয় অর্জন করেছিলেন। তারপর সেখান থেকেই তার অভিনয় জগতেরও শুরু। একসময় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chattopadhyay) রাইফেল চালানো থেকে ঘোড়ায় চড়া সবেতেই পটু ছিলেন।
সম্প্রতি, দিদি নং ১ এর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি দিদি নং ১ এর প্রথম সিজনের। পুরোনো হলেও ভিডিওটি অমূল্য। ভিডিওটিতে অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের দিদি নং ১ এর মঞ্চে খেলতে এসে অভিনেত্রী রচনা ব্যানার্জির সাথে জমিয়ে আড্ডা, গল্প, ও খেলা নিয়ে। বর্ষীয়ান অভিনেত্রীকে মঞ্চে পেয়ে রচনা ব্যানার্জী বেশ আনন্দিত। তিনি অভিনেত্রীর জীবন ও যাত্রা সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী স্বভাববশত সেই চিরচেনা হাসির রেখা মুখে বজায় রেখে নিজের জীবনের ইতিবৃত্যন্ত খুলে বলেন অভিনেত্রী রচনা ব্যানার্জীকে।
রচনা ব্যানার্জী যখন বর্ষীয়ান অভিনেত্রীকে তার ফিটনেস নিয়ে প্রশ্ন করেন অভিনেত্রী হাসি মুখে উত্তর দেন তিনি সমস্ত খাবারই খান। তার খাবারের তালিকায় ব্যাড পড়েনা কিছুই। তবে বয়সের ভার আর শরীরে একাধিক ফ্যাকচার হয়ে যাওয়ার কারণে অভিনেত্রীর পুরোনো পরিচয় তার নাচ তাকে ছাড়তে হয়েছে। রচনা ব্যানার্জীর প্রশংসাও করেছেন অভিনেত্রী। এতো বয়সে সুন্দর করে নিজেকে সাজিয়ে ক্যামেরার সামনে সাবলীল ভাবে কথা বলতে দেখে রচনা ব্যানার্জিও বেশ মুগ্ধ হয়েছেন।