জী বাংলা চেনেলের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) এখন সোপকলের খুব প্রিয় হয়ে উঠেছে। দর্শকের সেরা বাংলা সিরিয়ালের তালিকায় মিঠাই সবার প্রথমে আছে। মিঠাই দেখতে কেউ একদিন মিস করেননা। মিঠাইকে ধারাবাহিকের পর্দার বাইরেও বাস্তবেও দর্শক বেশ পছন্দ করেন। মিঠাইয়ের সকল অভিনেতা অভিনেত্রীরা বাস্তবেও বেশ মিশুকে প্রকৃতির। প্রায়ই মিঠাইয়ের ষ্টুডিওয় প্রিয় অভিনেতা অভিনেত্রীর দেখা পেতে ছুতে যান ভক্তরা।
মিঠাই (Mithai) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়কারী অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ওরফে সিদ্ধার্থ। সে যেমন একজন ভালো অভিনেতা সাথে সে খুব ভালো গায়কও। এর আগে বেশ কয়েকবার আদৃতের গান শুনতে পাওয়ার সৌভাগ্য দর্শকের হয়েছিল আর তাই তার অনুরাগীরা জানেন অভিনেতা গানটা বেশ ভালোই গান। আদৃত একটি ব্যান্ডের সাথে যুক্ত। যেকথা অভিনেতা এর আগে নিজেই বলেছিলেন।
অভিনেতা আদৃত রায় এর গানের ভাইরাল ভিডিও (Actor Adrit Roy’s song Viral Video)
সম্প্রতি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছিলেন তাদের ব্যান্ড নজরুল তীর্থে একটি প্রোগ্রাম করতে চলেছে। যেখানে তারা প্রয়াত গায়ক কেকের (KK) গানে গানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আর সেই প্রোগ্রামের রিহার্সালের একটি ছোট্ট ভিডিও অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করার পর অভিনেতার গলায় এমন চমৎকার গান শুনে নেটবাসীরা মুগ্ধ হয়েছেন। অনেকেই অভিনেতার এমন সুন্দর গানের গলার বেশ প্রশংসা করেছেন। আর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ মিঠাইভক্তদের জন্য দুঃখের খবর! সিরিয়াল ছাড়লেন এই অভিনেত্রী, মন খারাপ দর্শকদের
প্রসঙ্গত, বেশ কিছুদিনযাবৎ মিঠাই খ্যাত অভিনেতা আদৃত, সৌমিতৃষা ও কৌশাম্বিকে নিয়ে একটা সম্পর্কের টানাপোড়েনের গুজন শোনা যাচ্ছিলো। এই গুঞ্জনে হওয়া দিয়েছিলো অভিনেতা আদৃতের জন্মদিনে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দূরে দূরে থাকাটা। তবে অনেক কিছুর পর এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক। তবে গুঞ্জপন এখনো পুরোপুরি মেটেনি তাদের নিয়ে। তাই অভিনেতার এই গান শুনে অনেকেই ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন অভিনেতা কি এই গান কৌশাম্বি ও সৌমিতৃষাকে উদ্দেশ্য করে গাইছে।