অবশেষে দর্শকের কথা রাখতে মিঠাইতে ফিরতে চলেছে সোমদা! মল্লার পর্ব মিটল তবে? দোটানায় দর্শক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় যে, টানা ৫৪ সপ্তাহ ধরে একই স্থানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সাধারণত  ধারাবাহিকে দেখা যায়

Saranna

mithai actor dhruba jyoti sarkar to return to serial

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয় যে, টানা ৫৪ সপ্তাহ ধরে একই স্থানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সাধারণত  ধারাবাহিকে দেখা যায় নায়ক-নায়িকার প্রাধান্য টাই বেশি। মানুষ তাদেরকেই বেশি গুরুত্ব দেয়। কিন্তু এই ধারাবাহিক একদমই আলাদা। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র সমান ভাবে গুরুত্ব পেয়েছে দর্শকদের কাছে। তাই এই ধারাবাহিক সব ধারাবাহিকের থেকে আলাদা। 

ধারাবাহিকে দেখা গিয়েছে, প্রতিটি চরিত্রের আলাদা আলাদা কাহিনী আছে, সেগুলো নিয়ে হয়েছে, আলাদা আলাদা এপিসোড। শুধুমাত্র যে মিঠাই সিড নিয়েই কাহিনী তা কিন্তু নয়। সবার কাহিনীই তুলে ধরা হয়েছে। সবার বিয়ের এপিসোড, বিয়ের পরের দাম্পত্য জীবন ইত্যাদি আলাদা আলাদা স্থান পেয়েছে। এমনকি মোদক পরিবারের বিপদে শুধুমাত্র লিড ক্যারেক্টার নয়, পরিবারের সকলেরই গুরুত্বপূর্ণ অবদান দেখানো হয়েছে। 

actor dhruba jyoti sarkar return to mithai

তাই তো মানুষ মিস করে, যখন কোনো চরিত্রকে খুঁজে পায়না। সম্প্রতি অনুরাগীরা মিস করছিল সোম দা কে অর্থাৎ অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে (Dhruba Jyoti Sarkar)। তোর্সা পরিপূর্ণ খলনায়িকা নয়, তবে ভালো মন্দ মিশিয়ে যে ক্যারেক্টার সেটাই হল তোর্সা। সেই তোর্সার পাশে যখন সোম দাকে দেখতে পাচ্ছেননা, তখনই মানুষ সোম দাকে খুঁজছেন। এতটাই ভালোবেসেছেন ধারাবাহিকের প্রতিটি চরিত্রকে।


এরই মাঝে আমরা ধারাবাহিকে দেখেছি, শুরুতেই যেসব চরিত্র গুলি ছিল, সেগুলো ছাড়াও ধারাবাহিকে এসেছে অনেক নতুন নতুন চরিত্র। এই যেমন রুদ্র দা, পিঙ্কি জি, সম্প্রতি আবার এসেছে কাউন্সিলর প্রমিলা লাহা। তবে এখানেই বন্ধ হয়নি, নতুন চরিত্রের আগমন। আবারও শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে আসতে চলেছে আরও এক নতুন চরিত্র। 

আরও পড়ুনঃ মিঠাই খড়ি ফেল, TRP তে ছক্কা হাঁকালো ‘গৌরী এলো’! প্রথম সপ্তাহেই বাজিমাত ‘মাধবীলতা’র

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, কতটা বিপদে রয়েছে মোদক পরিবার। বাড়ি নেই, সম্মান নেই, সব ধূলোয় মিশে গেছে, আগরওয়ালদের চক্রান্তে। এই চক্রান্ত থেকে কবে নিস্তার পাবে জানেনা তারা। শোনা যাচ্ছে এরই মধ্যে আরও একটি নতুন চরিত্র আসছে। তবে তার চরিত্র নেগেটিভ নয়, পজিটিভ। এই মেয়েটা এসেই হয়ত ফিরিয়ে দেবে মনোহরাকে। 


প্রসঙ্গত, অভিনেতার কাছে মিঠাইতে ফিরে আসা নিয়ে অনেক অনুরাগীই প্রশ্ন করেন, যে কবে তিনি আবার মিঠাইতে ফিরবেন? কবে তোর্সার পাশে, মোদক পরিবারের পাশে আবার তারা সোমকে দেখতে পাবেন। দর্শক সোম চরিত্রটিকে খুব মিস করছেন। এক সাক্ষাৎকারে সোম অর্থাৎ অভিনেতা ধ্রুবজ্যোতি জানিয়েছেন তিনি নিজেও মিঠাইতে কবে ফিরতে পারবেন সেই অপেক্ষায় আছেন।