বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। তাঁকে আমরা সবাই চিনি। থিয়েটারের মানুষ অরিজিতা, সেটা বোঝা যায়, তাঁর অভিনয় গুণেই। থিয়েটার থেকে এসেছেন অভিনয়ে। কিন্তু সেই পথটা এতটাও মসৃণ ছিলনা, যতটা শুনতে বা বলতে ভালো লাগছে। খুব কাটাবিছানো পথেই হেঁটে আলোর মুখ দেখেছেন।
অভিনেত্রীকে আমরা দেখেছি ওটিটিতেও। হইচই এর সিরিজ ‘সম্পূর্ণা’ তে দেখেছি, একজন সমাজসেবীর ভূমিকায়। তাঁর অভিনয়, তাঁর লুক এককথায় অনবদ্য। মিষ্টি হাসি, মিষ্টি ভাষার মানুষ। তারপর দেখা গেছে, ‘ইন্দু’ তে। আবার ‘কুলের আচার’- এও দেখা মিলেছে। কুলের আচারে মাসির ভূমিকায় দেখা গেছে। প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা, ভিন্ন স্বাদের। আর প্রতিটি চরিত্রেই অভিনব।
এরপর আমরা দেখেছি ‘মিঠাই’ ধারাবাহিকে নেগেটিভ পলিটিসিয়ানের ভূমিকায়। যদিও এর আগেও খলনায়িকার ভূমিকায় তাঁর দেখা মিলেছে, সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। বর্তমানে তাঁকে দেখা যাবে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে। প্রোমোতেই বোঝা গেছে, একজন রক্ষণশীল শাশুড়ির ভূমিকায় দেখা মিলবে।
থিয়েটার দিয়েই শুরু হয়েছিল তাঁর পথচলা, তারপর পর্দায় অভিনয়। থিয়েটারই ছিল ধ্যান-জ্ঞান। ইংল্যান্ডে থিয়েটার প্রশিক্ষক হিসেবে এক বছর কাজ করেছিলেন। তারপর দেশে ফিরে আসেন, বাবার বয়স হয়েছিল, সংসারের হাল তাঁকেই ধরতে হত, আর সে কারণেই অভিনয়ে প্রবেশ করা। কিন্তু কখনো তাঁকে নায়িকা হিসেবে দেখা যায়নি, সবসময় খলনায়িকা বা পার্শ্ব চরিত্র কিংবা শাশুড়ির ভূমিকায় দেখা যায়।
কিন্তু এমনটা কেন? এইসব চরিত্রে অভিনয় করার জন্যই কি অভিনেত্রীর টিভির পর্দায় আসা? এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার এখানে আসা খুব দরকার ছিল, প্রমাণ করার ছিল, দেখতে সুন্দর নয় তারপরেও মানুষ আমাকে ভালোবাসে, আমার চরিত্রকে ভালোবাসে’।
নিজের চরিত্র নিয়েও শুনতে হয়েছে খোঁটা? এ প্রসঙ্গে বলেন, ‘আমাকে খারাপ দেখতে , অনেক কাজ থেকে আমি বাতিল হয়েছি। কিন্তু আমি প্রমাণ করেছি অভিনয়টা পারি। আর এই অভিনয় নিয়েই এগিয়ে যাবে। তারমানে এই নয় যে, চরিত্রের প্রয়োজনে ওজন কমাতে হবে, সেটা আমি করবনা, আমার এখনও দরকার হয়নি। তবে ইন্ডাস্ট্রিতে আসার শুরুর দিকে যেন আমি একটা মাংসের তাল ছিলাম! আর কোনো অস্তিত্বই নেই! তবে ফিটনেস নিয়ে কোন সমস্যা হয়নি।’
একসময় হয়েছিলেন বডিশেমিং এর শিকার হয়েছিলেন ঠিকই, তবে বর্তমানে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেত্রী। তাঁর রূপের জন্য নয়, অভিনয় গুণের জন্যই জনপ্রিয় হয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই তিনি মিঠাই (Mithai) ধারাবাহিকে এ প্রোমোটারের ভূমিকায় অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে আগত নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Fuler Modhu) তে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রমো প্রকাশ্যে এসেছে। এখন অপেক্ষায় সিরিয়ালের সম্প্রচারের।
বিঃ দ্রঃ এই প্রতিবেদনে একটি তথ্য ভুল প্রকাশিত হয়েছিল অভিনেত্রীকে নিয়ে। “প্রেসিডেন্সির চাকরি ছেড়ে অভিনয়ে” এই তথ্যটি ভুলবশত প্রকাশিত হয়েছিল। এর জন্য আমরা অভিনেত্রী ও আমাদের পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।