‘এসো রোজ একটা করে ছবি তুলতে দেখাবো মজা’, প্রকাশ্যে ধমক দিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা

কোনো একটা ধারাবাহিকের লিড রোল করে যে এতটা জনপ্রিয়তা পাওয়া যায়, তা বোঝা যায় এই ‘মিঠাই’ ধারাবাহিক দেখে। ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু যে এই

Saranna

mithai actress soumitrisha kundu angry on zee bangla

কোনো একটা ধারাবাহিকের লিড রোল করে যে এতটা জনপ্রিয়তা পাওয়া যায়, তা বোঝা যায় এই ‘মিঠাই’ ধারাবাহিক দেখে। ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু যে এই ধারাবাহিক দিয়ে এতটা জনপ্রিয় হবেন, সৌমিতৃষা নিজেও ভাবেননি। তাঁর এতটাই জনপ্রিয়তা যে, তাঁর নামে ফ্যান পেজ তৈরী হয়েছে, তাঁর নামে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রও তৈরী হচ্ছে। 

মিঠাই (Mithai) অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) শুরুটা হয়েছিল, ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের খল চরিত্রের মধ্যে দিয়ে। তারপর দেখা মেলে ‘জয় কালী কলকাত্তায়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’  ধারাবাহিকের পার্শ্ব চরিত্রের মধ্যে দিয়ে। এরপর ‘কনে বউ’ ধারাবাহিকে তাঁকে মুখ্য চরিত্রে দেখা মেলে। আর এই ধারাবাহিকের পর  তাঁকে দেখা যায় ‘মিঠাই’ এ। 

mithai actress soumitrisha kundu injured in shooting1

 

মিঠাই সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ অনুরাগীরা সকলেই অবগত মিঠাই সম্পর্কে। মিঠাই এর পর্দার লুক সকলেরই বেশ পছন্দের। সুন্দর সুতির শাড়ি, লম্বা বেনী, কথাবার্তায় মিষ্টতা। নেই কোনো আধুনিকতার ছোঁয়া। একেবারে গ্রামের সহজ, সরল,  সাধারণ মেয়ে। আর এরকম সাদা মাটা লুক বলেই দর্শকদের বেশ আকৃষ্ট করেছিল। 

তবে মিঠাই মারা যাওয়ার পর মিঠাই এর লুকে এসেছে পরিবর্তন। নেই লম্বা বেনী, নেই পরনে শাড়ি। রয়েছে একটা আধুনিকতা। মাথায় ছোটো চুল। কথায় রয়েছে আধুনিকতা। বাস্তবে কিন্তু সৌমিতৃষা এরকমই। মডার্ন লুকে সবসময় ধরা দেয়। পোশাকেও রয়েছে সাহসিকতার ছাপ। আর মিঠাই এই সাজকে যে বেশ পছন্দ করেন তার প্রমাণ মিলল। 

mithai actress soumitrisha kundu angry

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে মিঠাই এর সাদা মাটা লুকের ছবি দেওয়া হয়। আর তা দেখেই রেগে গেছেন সৌমিতৃষা। কমেন্টে লিখেছেন, ‘আর ছবি নেই তোমাদের কাছে? এক শাড়ি আর এক ছবি খালি। এসো রোজ একটা করে ছবি তুলতে দেখাবো মজা’। এই কথার পাশে ট্যাগ করা রয়েছে জি ফাইভ বাংলাকে। জি এর উপর সৌমিতৃষার রাগ দেখে নেটনাগরিকরা অবাক।

× close ad