‘আমাকে নতুন কাজ খুঁজতে হবে’! ‘মিঠাই’ শেষের খবরে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকটি শুরু থেকেই সকলের বেশ পছন্দের। একটা দিন যদি কোনও একটা এপিসোড মিস হয়ে যায়, তাহলে তো

Saranna

mithai actress soumitrisha kundu give reply to netizens for serial ending news

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকটি শুরু থেকেই সকলের বেশ পছন্দের। একটা দিন যদি কোনও একটা এপিসোড মিস হয়ে যায়, তাহলে তো দর্শকদের আর আফসোসের শেষ থাকেনা। এতটাই জনপ্রিয় এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটা রোমান্টিক মোমেন্ট অনুরাগীরা ভালো গান দিয়ে নতুন ভাবে সেটা সাজিয়ে পোস্ট করেন। সেই পোস্ট বেশ ভাইরাল হয়।

পাশাপাশি ধারাবাহিকের মিষ্টি নায়ক সিডি বয়কেও দর্শকরা বেশ ভালোবাসে, দর্শক বলা ভুল হবে, অনুগামী বলাটাই উচিত কার্য হবে। সিডি বয়কেও যে অনুরাগীরা কতটা ভালোবাসে, তাঁর প্রমাণ মিলেছিল, তাঁর জন্মদিনের দিনে। অন্যদিকে শুধু সিডি বয় নয়, মিঠাইকেও ভালোবাসেন সবাই। মিঠাই তো সকলের প্রিয় মানুষ। তাঁর যেমন রয়েছে পুরুষ ফ্যান ফলোয়ার, তেমনি রয়েছে মহিলা ফ্যান ফলোয়ার।

soumitrisha kundu

 

 

সম্প্রতি অনুরাগীদের মন বেশ বিষণ্ণ। কারণ শোনা যাচ্ছে, মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাবে। এই নিয়ে ধারাবাহিক নির্মাতা জানান, ‘টিআরপি কম বলেই যে ধারাবাহিক শেষ হয়ে যাবে এমনটা নয়, এর আগেও টিআরপি কমেছে, তখনও এমন গুঞ্জন উঠেছিল, এখনও উঠছে। তবে আমার কাছে এরকম কোনো খবর নেই। কিন্তু সব ধারাবাহিকের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে, তাই একদিন তো শেষ হতেই হবে।’

এই আগুন উস্কে দিয়েছে, ‘নাম ফুলের মধু’ ধারাবাহিক। একে নতুন প্রোমো, তার উপর আবার মিঠাই ধারাবাহিকের এক সদস্যের দেখা মিলেছে, এই নিয়েই সবাই বেশ কৌতূহলী। মিঠাই ধারাবাহিকের রাতুল অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং জানান, ‘আমার কাছে এমন কোনো খবর নেই, তবে এটুকু বলতে পারি, আগামী দু থেকে তিন মাসের মধ্যে শেষ হবেনা এই ধারাবাহিক’।

mithai actress soumitrisha kundu

তাহলে কি দু থেকে তিন মাস পরেই শেষ হবে ধারাবাহিক? এ প্রসঙ্গে মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) জানান, ‘মিঠাই অনেক দিন থেকেই চলছে, শেষ হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আমার কাছে কোনো খবর নেই, আর যারা জানেন মিঠাই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, তারা আমাকে জানান। কারণ আমাকে অন্য কাজ খুঁজতে হবে’।

Related Post