জি বাংলার (Zee Bangla) যত গুলো ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকের জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা সকলেই ধারাবাহিক সম্পর্কে বেশ অবগত। এই ধারাবাহিক যখন টিআরপি তালিকায় রাজত্ব করেছে, তখন সকল অনুরাগীদের উৎসাহের আর সীমা থাকে না। সব জায়গায় তখন মিঠাই আর মিঠাই।
মিঠাই আর সিডের রোমান্স যখন মধ্যগগনে, তখন সবার স্ট্যাটাসে তাদের রোমান্টিক মুহুর্তের দেখা মিলত। বিশেষ করে যখন মিঠাই এর মৃত্যু দেখানো হয় এবং মিঠি এসে উপস্থিত হয়, তখনই বোঝা গিয়েছিল মিঠাই ফ্যান কারে কয়। আর এত সুন্দর একটা ধারাবাহিকের শেষের কথা শুনলেই অনুরাগীরা বিষণ্ণ হয়ে পড়েন। মায়া কাটাতেই পারেননা।
জি বাংলায় দেখা গিয়েছিল নতুন ধারাবাহিক ‘ফুলকি’-র আগমন। আর এতেই অনুরাগীদের মন ধুকপুক করছিল। বর্তমানে ধারাবাহিকের স্লট বদল ঘটেছে, তবে টিআরপি তালিকা থেকে নাম সরে যায়নি, বরং স্থান বদলে গেছে। অনেক সময় দেখা যায় ধারাবাহিকের স্থান বদল ঘটলে ধারাবাহিকের জনপ্রিয়তা চলে যায়। কিন্তু এহেন ধারাবাহিকের জনপ্রিয়তা একই রয়েছে, সোশ্যাল মিডিয়ায় আজও মিঠাই এর ফ্যান বিদ্যমান।
গুঞ্জন শোনা গিয়েছিল শীঘ্রই শেষ হবে ধারাবাহিক। আর এই গুঞ্জনকে সত্যি করল মিঠাই এর পোস্ট। মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে একটা স্টোরি। যেখানে তিনি লিখেছেন সামনে আসছে নতুন কিছু, প্রতিটি শেষের পর একটা শুরু থাকে। আর এই দেখেই অনুরাগীরা ভাবছেন শীঘ্রই শেষ হচ্ছে মিঠাই। আর তাই মিঠাই শেষের ইঙ্গিত দিল এই স্টোরি।
উল্লেখ্য, এক অনুরাগী জানিয়েছিলেন, ‘শেষ হবে না মিঠাই, শেষ হবে খেলনাবাড়ি। (যেহেতু জি বাংলার নিজস্ব প্রোডাকশনের একটা শেষ করতে হবেই, আর লিপের পর খেলনাবাড়ির টিয়ারপি অনেকটা পড়ে গেছে) ফুলকি হয়তো ৯:৩০টায় আসবে আর মুকুট যাবে সন্ধ্যে ৬:৩০টায়। তারপর ব্লুজের আপকামিংটা হয়তো ৯টায় দেবে জি বাংলা ‘। এবার দেখার কি হয়।