জি বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No.1)। বছরের পর বছর ধরে এই শো সকলের কাছে বেশ জনপ্রিয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, সকলেই এই রিয়েলিটি শো সানন্দে বসে উপভোগ করেন। বিকালের চা আর স্ন্যাক্স নিয়ে, আড্ডা দিতে দিতে দেখেন, দিদি নাম্বার ওয়ান। একটি পর্বও মিস করেন না।সম্প্রতি, শোতে জী বাংলার জনপ্রিয় ধারাবাহিকে ‘মিঠাই’ (Mithai) এর সদস্যরা খেলতে হাজির হয়েছিলেন।
এই শো এত জনপ্রিয়তার কারণ হল, এই শোয়ের সঞ্চালিকা সকলের পছন্দের অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার সাধারণ মানুষরা আসেন, তাদের জীবনের সংগ্রামের কাহিনী তুলে ধরেন। যা দেখে সকলেই অনুপ্রাণিত হন। তাদের দেখে, তাদের কথা শুনে অনান্য মানুষদেরও অনেক কিউ করতে ইচ্ছা করে, ঘুরে দাঁড়াতে ইচ্ছে হয়। এমনই অনুপ্রেরণা মূলক কথা বলে।
অন্যদিকে সেলিব্রিটিরাও এখানে এসে উপস্থিত হন। তাদের জীবনের ব্যক্তিগত সমস্ত কথা শেয়ার করেন। সেইমতো এখানে উপস্থিত হয়েছিলেন মোদক পরিবারের সদস্যরা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই ‘ এর মোদক পরিবারের তিন মেয়ে আর এক বৌমা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তিন মেয়ে, নন্দা, শ্রী, নীপা এবং বৌমা মিঠাই। শুধু মেয়েরা নয়, এসেছেন মোদক পরিবারের উচ্ছে বাবু।
নন্দার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) । শ্রী এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী, দিয়া মুখার্জি (Diya Mukherjee), নীপার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) আর মিঠাই এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
এই শোতে সকলেই বেশ মজার সহিত খেলেছে। ধারাবাহিকের মত এখানে এসেও ইংরেজি বলেছেন। গানও গেয়েছেন মিঠাই। শুধু মিঠাই নয়, মঞ্চ মাতাতে এসেছিলেন উচ্ছে বাবু তথা অভিনেতা আদৃত রায়। খেলার শেষে তো হার জিত থাকে। এই খেলায় কে জয়ী হয়ে মোদক পরিবারকে জয়ী করল, জানেন? ভাবছেন মিঠাই? না মিঠাই নানা, এই খেলায় জয়ী হয়ে মোদক পরিবারকে জয়ী করেছেন শ্রী অর্থাৎ অভিনেত্রী দিয়া মুখার্জি।