চারিদিকে তখন করোনা, সকলেই বাড়িতে। বাড়িতে বসে বসে সকলেই তখন জীবন মৃত্যুর লড়াই করছি, আর সেই সময়ে দাঁড়িয়ে শাশ্বতী ঘোষ, সকলের প্রিয় রাখী ম্যাম জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মাধ্যমে নিয়ে এলেন একটি নতুন ধারাবাহিক যার নাম ‘মিঠাই’ (Mithai)। শুধু মিঠাই নয়, সুখে দুখে মিষ্টি মুখে মিঠাই। সকলের মন আকৃষ্ট করে নেয় এই ধারাবাহিকটি। এত বছর পর এই একটা ধারাবাহিক যা নিয়ে দর্শকমহলে উচ্ছাস দেখা গিয়েছিল।
২০২১ এর ৪ ই জানুয়ারি শুরু হয়েছিল পথচলা। রাগী-তেতো সিদ্ধার্থের জীবনে উপস্থিত হয় মিঠাই। আর এই মিঠাই তেতো মানুষের জীবনে এসে জীবনটাই বদলে দিল। এই ছিল কাহিনীর মূল ইউএসপি। এই ধারাবাহিক ৫২ বার টিআরপি টপার হয়েছে। বর্তমান দিনের ধারাবাহিকের ক্ষেত্রে এই রেটিং দেখা যায়না। কিন্তু সব কিছুর যেমন শুরু আছে, শেষও তো আছে।
আর তাই দীর্ঘ আড়াই বছর পর শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিক। সবেমাত্র শেষ হয়েছে শেষ দিনের শ্যুটিং। এই শেষ দিনের শ্যুটিংয়েই সকলের মন খারাপ। ধারাবাহিক নির্মাতা, কলাকুশলী, অনুরাগী সকলেই বেশ আবেগপ্রবণ। সকল দর্শকদের মনেই একটা সুপ্ত ইচ্ছা থাকে, যেন মিঠাই ২ আবার ফিরে আসে। কিন্তু সত্যিই কি আসবে? কি বলছেন ধারাবাহিকের লেখিকা জেনে নিন।
রাখী ম্যামকে এক সাক্ষাৎকারে জানানো হয়, ‘মিঠাই ২’ (Mithai 2) কি আসছে? তিনি জানান, ‘সেটা ভবিষ্যতই বলবে, সেটা আর আমি কি বলব। ভবিষ্যত বলবে, দর্শকদের ডিমান্ড যা আছে, চ্যানেল ঠিক করবে। এলে খুবই খুশি হব সবাই। তবে কি ওটা অন্য গল্প হবে এই আর কি।’ এই সংবাদে খুবই উচ্ছাস প্রকাশ করেছেন অনুরাগীরা।
এক অনুরাগী বলছেন, ‘ অন্য গল্প হোক সমস্যা নেই। কিন্তু মিঠাই সিজন ২ চাই চাই। অন্তত মিঠাই সিড চরিত্রে আদৃত সৌমিকে রেখে বাকি কাস্টিং ৫০% ও রাখা হয়, আর নাটকের রাইটার সহ কলাকুশলীরা যদি এক থাকে তাহলে মিঠাই ২ ও টপার হবে’।