মিঠাইয়ের স্মৃতি ফেরাতে গোপালের স্মরণাপন্ন সিদ্ধার্থ! রইল প্রোমো

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক দর্শকের মনে প্রাণে গেঁথে আছে। মিঠাই শুনলেই দর্শকের চোখে ভেসে ওঠে একটা প্রাণবন্ত মিষ্টি মেয়ে।

Nandini

mithai return in modok family

জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক দর্শকের মনে প্রাণে গেঁথে আছে। মিঠাই শুনলেই দর্শকের চোখে ভেসে ওঠে একটা প্রাণবন্ত মিষ্টি মেয়ে। যে সব সময় সকলকে মাতিয়ে রাখে যার বুদ্ধিতে সবাই হয় কুপোকাত। এই মিঠাই মোদক পরিবারের পারিবারিক ব্যবসার ষড়যন্ত্রের শিকার হয়। তাকে মারার চেষ্টা করা হয়। তবে মিঠাইয়ের গোপাল তাকে আবার ফিরিয়ে দিয়েছে সকলের কাছে।

তবে মিঠাইয়ের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে স্মৃতি হারিয়েছে মিঠাই। তার অতীত জীবন কিছুই মনে পড়েনা। তবে সিদ্ধার্থ এতদিনে ঠিক নিজের মিঠাইকে খুঁজে পেয়েছে। তাকে অবশ্য নিশ্চিত করেছে মিঠি। যে বর্তমানে সিদ্ধার্থর স্ত্রী। তাদের মাঝে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে না উঠলেও মিঠি সিদ্ধার্থর ভালো বন্ধু হয়ে উঠেছে।

mithai come back in modok family

সেই সিদ্ধার্থকে মিঠাইয়ের খুনিদের ধরতে সাহায্য করেছিল। আর আজ সেই আবার মিঠাইয়ের খোঁজ পৌঁছে দিয়েছে সিদ্ধার্থর কাছে। মিঠাই ফিরে এলে মিঠির কি হতে চলেছে এ প্রশ্ন প্রায় সকলেরই। মিঠাইয়ের অনুরাগীরা মনে প্রাণে ধারণা করে নিয়েছিলেন যে মিঠিই হয়তো মিঠাই হবে। সে খুনিদের ধরতে ছদ্মবেশে এসেছে।

কিন্তু অনুরাগীদের একপ্রকার হতাশ করেই মিঠাই মিঠি দুটো আলাদা চরিত্র দেখানো হয়েছে। এবার মিঠি-মিঠাই মুখোমুখি হলে নতুন করে কি হবে? গল্পের মোড় কোন দিকে ঘুরবে সেটাই দেখার। উপরন্তু মিঠাইকে ধারাবাহিকে ফেরানোর সাথে সাথে দর্শকের সামনে কিছু প্রশ্নও তুলে ধরা হয়েছে। মিঠাইয়ের সাথে একটি ছোট্ট মেয়েকে দেখানো হয়েছে যার নাম মিষ্টি। মিঠাই তাকে নিজের মেয়ে বলে আর মিষ্টি তাকে মিষ্টিমা বলে ডাকে। তবে এই মিষ্টির আসল পরিচয় এখনও একটা প্রশ্নই বটে।

সম্প্রতি, ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে মিঠাইকে মনোহরায় ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু মিঠাইয়ের স্মৃতিভ্রম হওয়ায় সে কাউকে চিনতে পারছেনা আর বলছে ‘আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়ি যাবো’। এরপরই মিঠাই ছুতে সেখান থেকে চলে যেতে গেলে সিদ্ধার্থ গোপালকে বুকে জড়িয়ে নিচে নেমে আসে ‘নয়নে নয়নে দেখি তোমারে’ গান গাইতে গাইতে। আর মিঠাই থেমে যায়। এবার মিঠাইয়ের স্মৃতি এভাবে ফিরে আসে কি না তা আগামী পর্বগুলিতে চোখ রাখলেই বোঝা যাবে।

× close ad