‘অনুরাগের ছোঁয়া’কে ছাপিয়ে গেল ‘মিঠাই’ এর জনপ্রিয়তা, আনন্দে আত্মহারা ‘সিধাই’ ভক্তরা!

অনেক ধারাবাহিক আছে, যাদের সময়সীমা ১বছরেরও কম। কিন্তু আবার অনেক ধারাবাহিক আছে যারা কিন্তু ১ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিক চ্যানেলে বিচরণ করেছে। শুধু বিচরণ

Saranna

mithai serial beat anurager chhowa in longest bengali serial chart

অনেক ধারাবাহিক আছে, যাদের সময়সীমা ১বছরেরও কম। কিন্তু আবার অনেক ধারাবাহিক আছে যারা কিন্তু ১ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিক চ্যানেলে বিচরণ করেছে। শুধু বিচরণ নয়, দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় হয়েছেন। এইসব ধারাবাহিকই স্টার জলসায় (Star Jalsha), জি বাংলায় (Zee Bangla) বিচরণ করেছেন।

ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও মানুষ ধারাবাহিক গুলোকে মনে রেখেছে। সেই কারণে দর্শকদের ভোটের ভিত্তিতে বাংলা টেলিভিশনের সেরা ৫ ধারাবাহিক বেছে নেওয়া হয়েছে। যেখানে রয়েছে মিঠাই থেকে মা ধারাবাহিক। আসুন দেখে নেওয়া যাক, সেই ৫ টি ধারাবাহিক।

bojhena se bojhena serial

বোঝে না সে বোঝে না (Bojhena Se Bojhena): ২০১৩ সালে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া এই জনপ্রিয় ধারাবাহিক হল বোঝে না সে বোঝে না। এটি সম্প্রচার শুরু হয়েছিল ৪ নভেম্বর, ২০১৩ তে। আর শেষ হয়েছে ১৮ ই জুন ২০১৬ তে। প্রায় তিন বছর চলেছিল। সম্পন্ন করেছিল ৮২২ টি এপিসোড। আজও মানুষ এই ধারাবাহিকের ক্লিপ দেখেন। এই ধারাবাহিক ১৫০০’রও বেশি ভোট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে।

mithai serial

মিঠাই (Mithai): জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল মিঠাই। যা শুরু হয়েছে ৪ ই জানুয়ারি ২০২১ এ। এই ধারাবাহিক বর্তমানেও সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে। ধারাবাহিকটি ৮০৫ এপিসোড বর্তমানে অতিক্রম করেছে। প্রথম থেকে এখনও পর্যন্ত এই ধারাবাহিক সমানভাবে জনপ্রিয়। আর তাই দর্শকদের কাছে ৮৫০’রও বেশি ভোট পেয়ে জিতেছে জি বাংলার মিঠাই।

kiranmala serial

কিরণমালা (Kiranmala): স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল এই কিরণমালা। রূপকথার কাহিনী নিয়ে ধারাবাহিকের কাহিনী তৈরি হয়েছিল। ৪ আগস্ট ২০১৪ তে ধারাবাহিক শুরু হয়েছিল, আর শেষ হয় ১৯ নভেম্বর ২০১৬। ৭২১ টি পর্ব সম্পন্ন করেছিল এই ধারাবাহিক। দর্শকদের কাছে ৮৫০’রও বেশি ভোট পেয়ে জিতে মিঠাই এর সাথে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

ei poth jodi na sesh hoy serial

এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na Sesh Hoy): জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মির অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে।  ধারাবাহিকটি শুরু হয়েছিল ১২ এপ্রিল ২০২১ এ। আর শেষ হয় ৯ ডিসেম্বর ২০২২ এ। এই ধারাবাহিক ৪৫৩ টি এপিসোড সম্পন্ন করেছিল। দর্শকদের থেকে ৫৪০’র বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

anurager chhowa serial get enlisted in india's top 20 trp list

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa): বর্তমানে স্টার জলসার টিআরপি টপার ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। সূর্য এবং দীপার রসায়ন মন  জিতেছে দর্শকদের। আর বর্তমানে ছোট্ট  সোনা রুপার অভিনয়ে সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক। এখনও পর্যন্ত এই ধারাবাহিক ৫০০’র একটু বেশি ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে নিয়েছে।

maa serial

মা (Maa): স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল মা। এই মা ধারাবাহিক দেখেননি এমন মানুষ কম আছেন। প্রায় পাঁচ বছর চলেছিল এই ধারাবাহিক। আজও ধারাবাহিকের ঝিলিককে মনে রেখেছেন দর্শক। এই ধারাবাহিক রয়েছে পঞ্চম স্থানে।

× close ad