‘ফুলকি’র প্রোমো প্রকাশ পেতেই ‘মিঠাই’ বন্ধের দিনক্ষণ সামনে এলো! মন বিষণ্ণ অনুরাগীদের

ইংরেজি বছর শুরু হতেই চ্যানেল গুলোতে হিরিক পড়ে গিয়েছিল, নতুন ধারাবাহিকের আগমনের। তেমনই আবার সামনে আসছে বাংলা নববর্ষ। আর তাই আবারও চ্যানেল গুলোতে হিরিক পড়ে

Saranna

mithai serial can replaced by zee bangla upcoming serial fulki

ইংরেজি বছর শুরু হতেই চ্যানেল গুলোতে হিরিক পড়ে গিয়েছিল, নতুন ধারাবাহিকের আগমনের। তেমনই আবার সামনে আসছে বাংলা নববর্ষ। আর তাই আবারও চ্যানেল গুলোতে হিরিক পড়ে গেছে নতুন ধারাবাহিকের আগমনের। আর এইসব নতুন ধারাবাহিককে জায়গা দিতে পুরানো ধারাবাহিকের পথচলা শেষ করে দেওয়া হচ্ছে, আবার কখনো নতুন ধারাবাহিকের স্লট বদল ঘটছে।

সম্প্রতি জানা যাচ্ছে, জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নাম ‘ফুলকি’ (Fulki)। সম্প্রতি সামনে এসেছে প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে, বক্সিং চ্যাম্পিয়নের আয়োজন হয়েছে, ধারাবাহিকের নায়িকা ছুটে ছুটে আসে বক্সিংয়ে নাম দেওয়ার জন্য। কিন্তু তার আবার রয়েছে হাপানি রোগ। আর তাই যারা নাম লিখছিল, তারা তাকে নিষেধ করে নাম না দেওয়ার জন্য।

পাশাপাশি তাকে জানায়, গুলি চামচে নাম দেওয়ার কথা। তবে সে কিছুতেই কথা শোনেনা সে নাম দেয়। কারণ ঘোষণা করা হয়েছে এই বক্সিংয়ে যে জিতবে সে পাবে ১০ হাজার টাকা। আর তাই তার এত জোরাজুরি। মায়ের ডায়ালিসিস চলছে, তার জন্য দরকার এই টাকার। এই কথা শুনে বক্সিংয়ের কয়েকজন প্রতিযোগী তাকে বলে, ‘বক্সিং করতে গায়ের জোর লাগে, ফু দিলেই তো উড়ে যাবি । চল ফোট’।

এই কথা শুনে মেয়েটি বলে, ‘গায়ের জোরে সবটা হয়না, স্বপ্ন আর জেদটাই আসল। একদিন আমি এই চেহারাতেই বক্সিং লড়ে দেখিয়ে দেব। নামটা মনে রেখো ফুলকি’। ধারাবাহিকের নায়ক-নায়িকার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কবে? কোন স্লটে জায়গা পাবে তা এখনও জানা যায়নি।

mithai serial can replaced by fulki

অনেকের মতে, মিঠাই (Mithai) শেষ হয়ে যাবে, এই স্লটেই জায়গা করে নেবে ফুলকি। এবার সময় বলবে কি হবে? তবে এরই মাঝে এক পেজের তরফে প্রকাশ পেয়েছে ‘মাত্র ৮২৮ পর্বেই শেষ হবে মিঠাই ধারাবাহিক’। উল্লেখ্য, ফুলকি ধারাবাহিকটি শুরুর আগেই প্রোমো দেখে সবাই ট্রোল করছে। এক নেটিজেন লিখেছেন, ‘তিতলি কালা হয়ে যদি প্লেন চালাতে পারে তাহলে ফুলকি হাঁপানি রোগ নিয়ে বক্সিং কেন করতে পারবেনা’।

× close ad