TRP-র জন্য দৃশ্য চুরি করতে হচ্ছে! মিঠাইয়ের নতুন প্রোমো দেখে কটাক্ষ ‘মন ফাগুন’ অনুরাগীদের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। আর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন (Mon Phagun)। এই দুই সিরিয়ালের মধ্যে প্রায় লেগে থাকে দ্বন্দ্ব। একে অপরকে

Saranna

mithai serial copied mon phagun script

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। আর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন (Mon Phagun)। এই দুই সিরিয়ালের মধ্যে প্রায় লেগে থাকে দ্বন্দ্ব। একে অপরকে যেন টেক্কা দেয়। টিআরপির তালিকায় যদিও মন ফাগুনের থেকে এগিয়ে থাকে মিঠাই। তাই দেখে অনুরাগীরা একটু ক্ষুব্ধ হন। সেই নিয়ে যদিও তারা কোনো প্রতিবাদ করেননি। কারণ মুখ খুললেই তো বিপত্তি।

সম্প্রতি জি বাংলার পর্দায় দেখা গেছে মিঠাই (Mithai) এর নতুন প্রোমো। তাতে দেখা গেছে যে, নিপা আর রুদ্রের বিয়ে হচ্ছে একদিকে। আর একদিকে ওমি আগরওয়াল সিদ্ধার্থ কে গুলি মারতে যায়, সেই গুলি আটকাতে যায় মিঠাই। সেই গুলিতে আক্রান্ত হয়ে মিঠাই মৃত্যুর কোলে সিদ্ধার্থের গায়ে ঢলে পড়ে। এটা দেখেই এবার মন ফাগুন ভক্তরা, চিৎকার করছেন। তাদের মতে এই ধারাবাহিকের এই সিন মন ফাগুন (Mon Phagun) ধারাবাহিককে কপি করেছে।

mithai serial copied mon phagun script

কারণ কয়েকদিন আগে দেখা যায়, স্টার জলসায় মন ফাগুন ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যায়, পিহুকে সৌমেন পিছন থেকে গুলি মারে, আর সেই গুলি খেয়ে পিহু মাটিতে লুটিয়ে পড়ে। সিদ্ধার্থের মতই পিহুকে ঋষি এরকম ভাবেই তুলে ধরেন। তাই মন ফাগুন অনুরাগীরা বলছেন, মিঠাই ধারাবাহিকের এই দৃশ্য মন ফাগুন থেকেই কপি করা হয়েছে, টিআরপি বাড়ানোর জন্য।

আরও পড়ুনঃ ঝাঁটা হাতে তেড়ে এলেন কাকিমা! নিপার বিয়েতে জোর হট্টগোল মোদক পরিবারে, হাসি থামছেনা দর্শকদের

মিঠাই ভক্তরা এই দাবি শুনে হাসছেন। তাদের দাবি, মন ফাগুনে কয়েকদিন আগেই দেখা গিয়েছিল , একটা অ্যাক্সিডেন্টে ঋষি জলে ডুবে যায়, তারপরেই জল থেকে তুলে আনা হয়, ঋষির মৃতদেহ। এই মৃতদেহ দেখে পিহু বলবেন, আমি বিশ্বাস করি না যে টুবাই দা বেঁচে নেই।

এই দৃশ্য দেখে মিঠাই অনুরাগীরা বলছেন, এটাও তো মিঠাই ধারাবাহিক থেকেই কপি করা। কারণ মিঠাইতেও এমন টা দেখা গিয়েছিল। সিদ্ধার্থ জলে ডুবে যায়, তারপর মিঠাইও বলেছিল আমি বিশ্বাস করি না যে আমার উচ্ছেবাবু বেঁচে নেই। আসলে মন ফাগুন টিআরপি লিস্টে খারাপ ফল করায়, মিঠাই থেকেই কপি করেছে তারা। এই নিয়ে দুই ধারাবাহিকের অনুরাগীদের বিতর্ক বাঁধে।

× close ad