বাংলা সিরিয়ালে ‘বালুচিত্র’! মিঠাইয়ের এপিসোড দেখে ধন্য ধন্য নেটপাড়ায়

জী বাংলা খ্যাত মিঠাই (Mithai) সিরিয়াল আবার তার নিজের জায়গায় ফিরছে একটু একটু করে। বেশ কয়েকমাস যাবৎ মিঠাইতে আস্তে থাকা নিত্য নতুন চমক দর্শককে বিরক্ত

Desk

mithai serial create history of showing sand art

জী বাংলা খ্যাত মিঠাই (Mithai) সিরিয়াল আবার তার নিজের জায়গায় ফিরছে একটু একটু করে। বেশ কয়েকমাস যাবৎ মিঠাইতে আস্তে থাকা নিত্য নতুন চমক দর্শককে বিরক্ত না করলেও খুব একটা মনোরঞ্জন করতে পারছিলোনা দর্শকের। আর তাই তো বিগত কয়েক সপ্তাহ যাবৎ মিঠাই রানী ধারাবাহিকের সেরা ১০ এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তবে তার দ্বিতীয় স্থান হাতছাড়া করেনি সে। ধারাবাহিকটি আপ্রাণ চেষ্টা করে চলেছে প্রথম স্থান অর্জনের।

মিঠাই (Mithai) এমন একটি ধারাবাহিক যা জনপ্রিয়তা শুরু থেকেই ব্যাপক। আর পাঁচটা ছকে বাঁধা গতানুগতিক গল্প না দেখিয়ে একটা মিষ্টি একসূত্রে বাঁধা একান্নবর্তী পরিবারের গল্প আমাদের মিঠাই ধারাবাহিক। ধারাবাহিকের গল্পের সাথে তাল মিলিয়ে প্রতিটি চরিত্রও বেশ নিখুঁত অভিনয় দক্ষতার পরিচয় দেন। শুধু অনস্ক্রিনেই নয় অফস্ক্রিনেও ধারাবাহিকের প্রতিটি অভিনেতা অভিনেত্রী একটা পরিবারের মতোই একে অপরের পাশে থাকেন।

mithai serial create history of showing sand art on set

মিঠাইয়ের ধারাবাহিকের চমৎকার (Mithai serial Surprised Audience)

যেখানে বেশিরভাগ সিরিয়ালের গল্প কেবল বিবাহ বহির্ভুত সম্পর্ক অথবা জোর করে কাউকে পাওয়ার নেশায় কারুর ক্ষতি করার গল্প নিয়ে মত্ত সেখানে মিঠাইয়ের মতো একটা সিরিয়াল দর্শকের মনের গভীরে দাগ কেটেছে। মিষ্টির কারিগর মিঠাইরানি (Mithai) নিজেও খুব মিষ্টি আর তার উচ্ছেবাবু নাম উচ্ছে হলেও ধারাবাহিকে বর্তমানে সেও খুব মিষ্টি। তাদের সম্পর্কের রসায়নে মজেছে মিঠাই ভক্তরা। অন্যদিকে সম্প্রতি স্যান্ডি ও পিঙ্কির বিয়েকে ঘিরে হৈহৈ করে মেতে উঠেছিল গোটা পরিবার। বিপদে ঠিক পাশে দাঁড়িয়েছিল একে অপরের।

আরও পড়ুনঃ সত্যিই কি চিড় ধরেছে সিড-মিঠাইয়ের সম্পর্কে ? উত্তর দিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু

তবে এবার মোদক বাড়িতে দেখা গেলো দুষ্ট বধের পালা। মোদক পরিবারের ব্যবসার ক্ষতি করতে চাওয়া মানুষটাকে খুঁজতে বেরিয়ে পরিবারের থেকে নিজেকে লুকিয়ে রাখতে হয়েছিল এতদিন সিদ্ধার্থকে (Siddharth)। কিন্তু অবশেষে সেই ষড়যন্ত্রকারীর মুখোশ খুলে দিতে মিঠাইতে দেখানো হলো দুর্দান্ত কিছু। যা এখনো পর্যন্ত কোনো বাংলা ধারাবাহিকে দেখানো হয় নি। মিঠাইতে অপরাধীকে সবার সামনে ধরিয়ে দিতে মিঠাই সিদ্ধার্থ নিয়েছে স্যান্ড আর্টের সাহায্য। আর সেই স্যান্ড আর্ট দেখানো হলো অ্যাঞ্জিকে দিয়ে। যাকে ধারাবাহিকের নির্মাতা একটা নেগেটিভ চরিত্রে দেখাতে গিয়েও অবশেষে তাকে ভালো চরিত্রেই বিদায় দিয়েছেন।

আরও পড়ুনঃ আগামী ১ লা জুন থেকে ব্যাঙ্কের নিয়মে আসতে চলেছে বদল! নূন্যতম ব্যালেন্স কত ? দেখে নিন

মিঠাইয়ের এমন অভিনব কায়দায় ষড়যন্ত্রকারীর পর্দাফাঁস করা আর তারপর প্রতিটি সদস্যের অন্তরের ব্যাথা যা তাদের অভিনয়ের মধ্যে সকল দর্শকের মন ছুঁয়েছে। দর্শক মুগ্ধ। মিঠাইকে তারা আবারও নতুন করে ভালোবেসে ফেলেছেন। আর মিঠাইতে এমন একটা আর্ট তুলে ধরার জন্য সকলে বেশ প্রশংসাও করেছেন ধারাবাহিকটির।

Related Post