জী বাংলার (Zee Bangla) এক অতন্ত্য জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে যায়। তেমনই প্রতিটি অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয় দ্বারা দর্শককে বিপুল আনন্দ প্রদান করেছেন। মিঠাই চরিত্রটি দর্শকের কাছে খুব আপন হয়ে উঠেছে। মিঠাই চরিত্রটির হুর হুর ইংরেজি বলা। বিপদে পড়লে গোপালকে স্মরণ করা আর পরিবারের সকলের সঙ্গে হৈ চৈ করে মেতে থাকা।
দর্শক যেন বড্ড বেশি নিজেকে রিলেট করতে পারেন। মিঠাই হাসলে দর্শক হেসে ওঠেন আবার মিঠাই কাঁদলে দর্শক কেঁদে ফেলেন। সম্প্রতি, ধারাবাহিকের নতুন ট্র্যাক অনুযায়ী ধারাবাহিকে মিঠাই চরিত্রটিকে মেরে ফেলা হয়েছে। আদিত্য আগারওয়ালের চক্রান্তে মিঠাই চরিত্র আজ ধারাবাহিকে মৃত। কিন্তু একটা ধারাবাহিকে যদি অভিনেত্রী বা নায়িকাই মারা যায় তাহলে কি করে হয়?
তবে সম্প্রতি মিঠাই সত্যি ফিরে আসার নতুন প্রোমো প্রকাশ পেলো জী বাংলার অফিসিয়াল সাইটে। আর তাতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ আহত অবস্থায় এক জায়গায় পৌঁছেছে সেখানে মিষ্টি বলে একটি বাচ্চা মেয়ে তাকে জল বাড়িয়ে দিচ্ছে আর সেই মিষ্টিকে খুঁজতে লণ্ঠন হাতে আসছে মিঠাই। এই প্রোমো দেখে দর্শক বেশ খুশি তো হয়েছেন। তবে দর্শকের মনে উদয় হয়েছে আরও নতুন কয়েকটি প্রশ্নের। মিঠাই ফিরলে মিঠির কি হবে? আর মিঠাই এর সাথে এই মিষ্টি বলে বাচ্চাটি কে? সে কি মিঠাইয়ের মেয়ে?
এই সব প্রশ্নের উত্তর গল্পের এগিয়ে চলার সাথে সাথেই পাওয়া যাবে। আর মিঠাই ফিরে আসার এই প্রোমো কবে ধারাবাহিকে সত্যি হবে সেটাই দেখার। তবে জানেনকি মিষ্টির চরিত্রে অভিনয়কারী এই ছোট্ট বাচ্চাটির আসল পরিচয়। এই বাচ্চাটিকে এর আগেও দেখা গিয়েছিলো একটি ধারাবাহিকের পর্দায়। জী বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে। বোধির বোন মুন্নির চরিত্রে দেখা গিয়েছিলো এই খুদে শিল্পীকে। এবার তাকে মিঠাইতে দেখা যাবে মিষ্টির চরিত্রে।
এই শিশুশিল্পীর আসল নাম অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। সম্ভবত তার বয়স মাত্র ৬ বছর। বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলিভিশন দুনিয়ায় পা রাখে ছোট্ট অনুমেঘা। ইতিমধ্যে ;সোশ্যাল মাধ্যমে অনুমেঘার নতুন কাজের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। বোধিসত্ত্বের পর এবার মিঠাইতে তার অভিনয়ের পালা। তার চরিত্রটির আসল পরিচয় এখনও তো সামনে আসেনি তবে এই শিশুশিল্পীকে আরেকবার পর্দায় দেখতে পেয়ে দর্শক বেশ খুশি হয়েছেন।