বাংলার সেরা সিরিয়ালের (Bengali Serial) তালিকায় সবার আগেই নাম আসে ‘মিঠাই'(Mithai) সিরিয়ালের। কিন্তু সম্প্রতিকালে সেটা বদলে গিয়েছে নতুনের ভিড়ে কিছুটা কমেছে মিঠাইয়ের জনপ্রিয়তা। টিআরপি (TRP) কমে যাওয়ায় রীতিমত দর্শকরা চিন্তিত, তাহলে কি শেষ হচ্ছে ‘মিঠাই’। না শেষ হচ্ছেনা, বেশ স্বস্তিতে সকল দর্শকরা।
আগামী ১৪ ই নভেম্বর থেকে মিঠাই ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যা ৬ টার স্লটে। এই স্লটে ‘পিলু’ ধারাবাহিক দেখানো হত, ১৪ ই নভেম্বর থেকে দেখানো হবে মিঠাই। কিন্তু মিঠাইতে এসেছে বিরাট পরিবর্তন। এতদিন দর্শকের ধারাবাহিক থেকে যে চাহিদা ছিল তা পূরণ করেছেন নির্মাতারা। দর্শক মিঠাই সিদ্ধার্থের সন্তান দেখার জন্য বেশ অনেকবার আবেদন জানিয়েছিলেন। আর সেই ইচ্ছা তাদের পূরণ হয়েছে।
মিঠাইয়ের কল জুড়ে এসেছে তার ছোট্ট গোপাল। পরিবারের সকলে এবং দর্শকও বেশ খুশি ছোট্ট গোপালকে দেখে। মিঠাই, সিদ্ধার্থ ও মনোহরার প্রতিটি সদস্য বেশ দ্বায়িত্ব নিয়ে গোপালকে সামলাচ্ছে। মিঠাইয়ে এমন একটা মিষ্টি ট্র্যাক নিয়ে আসলেও কোথাও যেন দর্শকের একটা ছোট্ট শঙ্কা বারংবার দেখা দিচ্ছে। কারণ, ধারাবাহিকের গল্প খুব দ্রুত এগিয়ে দেওয়া হচ্ছে।
এই কিছুদিন হল মিঠাইয়ের সন্তান ভূমিষ্ট হতে দেখানো হয়েছে। এরই মধ্যে মিঠাইয়ের ছেলের অন্নপ্রাশনের আয়োজনও দেখানো হয়েছে। সেই প্রোমো প্রকাশ পেয়েছে টেলিভিশনের পর্দায়। রুদ্র মামার দ্বায়িত্ব পালন করতে চলেছে। সেই ভাত খাওয়াবে মিঠাই সিদ্ধার্থর ছেলেকে। মনোহরা এখন আনন্দে মেতে উঠেছে। দর্শক খুব আগ্রহী হয়ে আছেন ১৪ ই নভেম্বর থেকে নতুন কোন চমক নিয়ে নতুন সময়ে আসছে মিঠাই?
এবার দর্শকের চিন্তাই এক চমকে পরিণত হল তাদের কাছে। মিঠাইকে মৃত দেখানো হবে ধারাবাহিকে। আর এই প্রোমোর ঝলক প্রকাশ পেতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, মিঠাইয়ের একটি নতুন প্রোমো সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে দর্শকের প্রিয় মিঠাইরানীর ছবিতে মালা ঝুলছে। আর শাক্য বেশ বোরো হয়ে গিয়েছে। মিঠাইকে মৃত দেখানোয় অনুরাগীরা বেশ ক্ষিপ্ত হয়েছেন। সৌমিতৃষাকে ছাড়া মিঠাই কেউ ভাবতেই পারেননা।
তবে প্রোমো এখানেই শেষ হয়নি। সৌমিতৃষা ধারাবাহিক থেকে সরছেননা। শুধু মিঠাই সিদ্ধার্থর সম্পর্কের রসায়নটা বদলে যেতে চলেছে। মিঠাই চরিত্রটি ধারাবাহিকে মৃত হলেও সেই এক চেহারা ফিরে আসবে মিঠি চরিত্রে। অর্থাৎ মিঠাই চরিত্রের মৃত্যু ঘটিয়ে নির্মাতারা অভিনেত্রী সৌমিকে মিঠি নামক একটি চরিত্রে দেখবেন। যে হবে মিঠাইয়ের ছেলে শাক্যর গৃহশিক্ষিকা।