মোদক পরিবারে খুশির জোয়ার! সেলিব্রেশনে মাতল সবাই, রইল ছবি

এখন ধারাবাহিক গুলোর অস্তিত্বশীলতা খুবই কম। নতুন ধারাবাহিক গুলো যেন চার পাঁচ মাস চলেই, আর দেখা যাচ্ছে না, সময় শেষ হয়ে যাচ্ছে। আর এই ট্রেন্ড

Saranna

mithai team celebrate their 700 episode

এখন ধারাবাহিক গুলোর অস্তিত্বশীলতা খুবই কম। নতুন ধারাবাহিক গুলো যেন চার পাঁচ মাস চলেই, আর দেখা যাচ্ছে না, সময় শেষ হয়ে যাচ্ছে। আর এই ট্রেন্ড টা যেন সব চ্যানেলেই বর্তমান। আগে ধারাবাহিক চলত, এক বছর, দু বছর, তিন বছর। কিন্তু এখন ধারাবাহিক গুলোর সময়সীমা যেন এক বছরের কম। আর সেই অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও টিকে রয়েছে অনেক ধারাবাহিক।

তার মধ্যে অন্যতম হল এই ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ৪ ই জানুয়ারি ২০২১ এ, এখন চলছে ২০২২, বেশি দেরী নেই ২০২৩ হতে, ২০২৩ এলেই দুবছর কমপ্লিট করবে ধারাবাহিকটি। আর কমপ্লিট করতে কিন্তু বেশি বাকি নেই। কারণ এখনও অবধি শোনা যায়নি, ধারাবাহিকের শেষের কথা।

mithai serial

আর এ হেন মুহুর্তে এই ধারাবাহিকটি সম্প্রতি ৭০০ পর্বে পা দিল। আর এই সুন্দর সময়ের উদযাপন করা হল, মিঠাই এর শ্যুটিং ফ্লোরে। এখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকল সদস্যরা এবং কলাকুশলীরা। সৌমিতৃষা (Soumitrisha Kundu) এবং আদৃত রায়রা (Adrit roy) একসাথে কেক কেটে সেলিব্রেশন করলেন। আর সেই উদযাপনের মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে শেয়ার করলেন সকলেই।

এদিন মিঠাই এর শ্যুটিং ফ্লোরে যে শুধুমাত্র কলাকুশলীরা ছিল তা কিন্তু নয়, এখানে উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি। বাংলাদেশী মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের মা উপস্থিত ছিলেন। কারণ শুধু এ দেশে নয়, ওপারেও রয়েছে মিঠাই এর জনপ্রিয়তা। সৌমিতৃষার বড় ভক্ত তিনি, আর তাই দেখা করতে এলেন।

mithai team celebration

ধারাবাহিকের টিআরপিই শেষ কথা। আর তাই তো ৫৬ বার বেঙ্গল টপার হয়েও টিআরপিতে একটু ভাটা পড়ে। তাই ধারাবাহিকের স্লট বদল করে ৬ টায় করা হয়। এই নতুন স্লটেও কিন্তু ভাল টিআরপি দিচ্ছে। বর্তমানে ধারাবাহিকের টিআরপি ৬.৪ এত দিন হয়ে গেলেও দর্শকদের আগ্রহ কিন্তু একই আছে। প্রথম দিনের মতোই উন্মাদনা রয়েছে।

× close ad