Mithijhora : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘মিঠিঝোরা’। রাই আর শৌর্যর বিয়েটা না হয়ে নীলুর সাথে রাই শৌর্যের বিয়ে দেওয়াও নেটপাড়ায় কটাক্ষের ঝড় বয়েছিল। রাই চরিত্রটাকে দুষেছিলেন সকলে। তবে বর্তমানে নীলু নিজের দোষেই শৌর্যের চোখে অসহ্য হয়ে উঠেছে। শৌর্য আর তাকে এক মুহূর্ত সহ্য করতে পারেনা। তাই বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
তবে নীলু নিজে বাপের বাড়িতে পরে আছে আর রাই সংসার করবে এটা মেনে নেয়নি নীলু। প্রথমে বিয়ে আটকাতে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু সেটা যখন বিয়েটা আটকাতে সফল হয়নি তখন আরও মারাত্বক চাল চালে নীলু। নীলু নিজের প্রতিহিংসার আগুনে এতটাই অন্ধ হয়ে গেছে যে দিদির সদ্য শুরু হওয়া সংসার ভাংতেও তার দ্বিধা হয়নি।
বরং সে নিজের বাড়িতে বসে প্রহর গুনছে কখন রাইও তার মত শ্বশুরবাড়ি ছেড়ে বাড়িতে ফিরে আসবে। কিছুদিন আগে থেকেই ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল রাইকে বিয়ের উপহারে কেউ বেশ রহস্যজনক ভাবে কিছু দিয়ে গেছে। আর সেটা খুলতেই অবাক হয়ে যাচ্ছে অনির্বান।
আরও পড়ুনঃ জ্যাস-কৌশিকীর সিক্সথ সেন্স মাত দিল কাকলি’কে! নির্দোষ স্বয়ম্ভু, ফাঁস ধামাকা পর্ব
দর্শক ভেবেছিলেন হয়ত শৌর্য ভালোমানুষের মুখোশ পরে সামনে একরকম ব্যবহার করছে আর আড়ালে আরেকরকম কিছু ষড়যন্ত্র করছে। তবে পর্ব দেখে বেশ অবাক হয়েছেন দর্শক। পাশাপাশি সোশ্যাল মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। রাই আর নীলু ধীরে ধীরে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের মেঘ আর ময়ূরী হয়ে উঠেছে যেন দর্শকদের চোখে।
শৌর্যর সাথে কিছু আপত্তিকর ছবি কারসাজি করে নীলু লোক দিয়ে অনির্বানের কাছে পাঠায়। তও রাইয়ের নাম করে। পরে অনির্বান সেই বক্স খুলে রাই আর শৌর্যর এমন কিছু আপত্তিকর ছবি পায় যা তার বিশ্বাস এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেয় রাইয়ের প্রতি। অনির্বান রাইকে একা রেখেই চলে যায়। আর তাই রাইও ফিরে এসেছে নিজের বাড়িতে। এবার দেখার আগামীতে কি হতে চলেছে?