Mithijhora : জি বাংলায় (Zee Bangla) ‘মিঠিঝোরা’ সিরিয়ালটি দর্শক মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টিআরপি তালিকাতে প্রেউথম দশের স্থানে জায়গা করে নিয়ে ধারাবাহিকটি। রাই আর অনির্বানের একটা সুন্দর ভালোবাসার গল্প দেখতে বেশ আগ্রহী হয়ে উঠেছিলেন দর্শক। তার মাঝেই ঘুরল গল্পের ট্র্যাক। নীলু নিজের কু-বুদ্ধি দিয়ে রাই আর অনির্বানের সংসার শুরুর আগেই তা নষ্ট করে দিয়েছে।
নীলুর একটা ষড়যন্ত্রে রাইয়ের তাসের ঘর ভেঙে চুরমার হয়ে পড়েছে। অনির্বান বিশ্বাস করতে পারেনি রাইকে। তার বলা প্রতিটা কথা অনির্বানের কাছে মিথ্যে বলে মনে হয়েছে। সে শুধুই নিজের চোখে দেখা একটা প্রমান বিশ্বাস করেছে। যা আদতে ছিল সাজানো। রাই বিয়ের পরের দিনই বাপের বাড়িতে ফিরে আসে।
অনির্বান নিজের মনের সাথে বহুবার যুদ্ধ করেছে। কিন্তু প্রতিবার তার ভালোবাসার কাছে তার অবিশ্বাস জিতে গেছে। অনির্বানের রাইয়ের প্রতি ভালোবাসা ততটা তীব্র হয়ত হয়ে উঠতে পারেনি যতটা জন্মেছে অবিশ্বাস। রাইয়ের অতীত অনির্বানের সবটাই জানা। সে একটা দোলাচলে ভুগে চলেছে রাইকে নিয়ে।
আরও পড়ুনঃ জি বাংলায় নতুন রূপে ফিরছে ‘মিলি’! নিজেই সুখবর দিলেন অভিনেত্রী
রাই নিজেকে নির্দোষ প্রমান করবে নিজের কাছে প্রতিজ্ঞা করলেও কিছুই করে উঠতে পারেনি এখনও। আর তার মাঝেই অনির্বানের মা তাকে দিয়ে ডিভোর্স ফাইল করিয়ে ফেলে রাইয়ের জন্য। আর সেই নোটিস অনির্বান সই করে দিলে রাইয়ের কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে, শৌর্য আসল দোষীকে খুঁজে বার করেছে। সে নীলুকে সন্দেহ করেছিল।
আর তার সন্দেহই যে সঠিক সেটা প্রমান করে দিল নীলু নিজেই। নেশার ঘোরে নিজের সমস্ত কুকীর্তি ফাঁস করেছে শৌর্যের সামনে। তবে রাইও কি অভিমান বশত ডিভোর্স পেপারে সই করে দেবে? এবার সেটাই দেখার। রাই আর অনির্বানের গল্প কোনদিকে মোড় নিতে চলেছে তা জানতে বেশ উৎসুক দর্শক।