একি অবস্থা! ফের সময় বদলালো ‘মিঠিঝোরা’র, বেজায় চটলেন দর্শকমহল

Mithijhora : বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাল বেশ সঙ্কটজনক বলা চলে। টিআরপি না থাকলে একের পর এক সিরিয়াল যেভাবে শুরুর পরে পরেই বন্ধ হয়ে

Nandini

mithijhora serial once again slot change

Mithijhora : বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাল বেশ সঙ্কটজনক বলা চলে। টিআরপি না থাকলে একের পর এক সিরিয়াল যেভাবে শুরুর পরে পরেই বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে কিছুটা অসন্তুষ্ট দর্শক। বর্তমানে দর্শকদের ভালোলাগার সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora)। শুরু থেকে এই ধারাবাহিকটি সেভাবে মন জয় করতে পারেনি দর্শকদের।

তবে পরবর্তীতে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রাইয়ের জীবনের নতুন মোড় বেশ পছন্দ হয়েছে দর্শকদের। পাশাপাশি স্রোত আর সার্থকের মাঝে গড়ে ওঠা সম্পর্ক যা সম্প্রতি, বন্ধুত্বে পৌঁছেছে সেটাও দর্শকের নজর কেড়েছে। রাই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। কিন্তু রাইয়ের এই সুখ মেনে নিতে পারছেনা নীলু।

mithijhora serial audience angry to see nilu

সে নিজে শৌর্যর সাথে সংসার করতে না পারার রাগ পুষে রেখেছে মনে। যার দায় সে দিদির ঘাড়েই দেয়। রাই শৌর্যর সাথে আলাদা করে কথা বলেছে নীলুকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। তবে শৌর্যর সাথে নিলুও কম অন্যায় করেনি। তাই তার ভেবে দেখাটাই স্বাভাবিক। কিন্তু নীলুর কুচুটে মন আবার সব ঘেঁটে দিল রাইয়ের জীবনে।

নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দিদির বিয়ে পন্ড করল সে। সব মিলিয়ে ধারাবাহিকটি এখন জমজমাট। আসন্ন ট্র্যাকের উত্তেজনায় দর্শক। কিন্তু এরই মাঝে চ্যানেলের সিদ্ধান্তে বেজায় চটলেন দর্শক। তৃতীয়বারের জন্য স্লট পরিবর্তন হতে চলেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের। এর আগে শুরুতে ধারাবাহিকটি সম্প্রচার হত রাত ৯.৩০ এ।

সেখানে বিশেষ টিআরপি দিতে না পারায় ধারাবাহিকটি স্লট পরিবর্তন করে সম্প্রচার শুরু হয় রাত ১০.০০ টায়। কিন্তু জি বাংলা একই সাথে তিনটি সিরিয়াল শেষ করে দেওয়াও ‘মিঠিঝোরা’র সময়ে আসে আমূল পরিবর্তন। ধারাবাহিকটি সম্প্রচার হতে দেখা যায় রাত ৯.৪৫ মিনিট থেকে। এবার জি বাংলার আসন্ন সিরিয়াল ‘মালাবদল’এর সময় ঘোষণা হতেই আবার স্লট পাল্টে যায় ‘মিঠিঝোরা’র। এবার সিরিয়ালটি ফিরে গেল তার পূর্ব সময়ে অর্থাৎ রাত ৯.৩০ টায় সম্প্রচার হবে।

× close ad