টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) এই দুই ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলা হিন্দি সব সিনেমাতেই মাত করেছেন। এখনো তাঁর সিনেমা দেখলে আবেগে ভাসেন। এই মিঠুন অনুরাগীদের জন্য দুঃখের খবর। ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় মিঠুন চক্রবর্তীর স্ট্রোক হয়। তড়িঘড়ি করে ভর্তি করে দেওয়া হয় হাসপাতালে। কেমন আছেন অভিনেতা?
গতমাসে শুরু হয়েছে সোহম চক্রবর্তীর নতুন ছবি ‘শাস্ত্রী'(Sastri)। এই ছবির প্রধান আকর্ষণ মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটি। বহুবছর পর এই জুটি ফিরছেন দর্শকরা তো বেশ খুশি। কিন্তু এই খুশির মাঝেই ঘটে গেল ওই দুর্ঘটনা। হঠাৎই ঘটল বিপত্তি অভিনেতা সোহম চক্রবর্তী বাইপাসের হাসপাতালে ভর্তি করেন। এদিন শ্যুটিং সেটে জাননি। বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন।
মিঠুন চক্রবর্তীর ইস্কিমিক স্ট্রোক হয়েছে। এই ইস্কিমিক স্ট্রোক টা কী? ধমনী যখন ফেটে যায় তখন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে রক্তক্ষরণ হয়, আর তখনই হয় স্ট্রোক। তবে অভিনেতার ধমনী ফাটেনি, রক্তক্ষরণ হয়েছে। আর অক্সিজেনের অভাব হয়। আর তাই স্ট্রোক হয়। চিকিৎসক বলছেন, ডায়াবিটিস, হাইপার টেনশন বা হাই কোলেস্টরেল থাকলে এই রোগের সম্মুখীন হতে হয়।
মিঠুন চক্রবর্তীর ঠিক কি কারণে এই সমস্যা হয়েছে তা জানা যায়নি। মিঠুন চক্রবর্তী সকালে ডান হাতে দুর্বলতা অনুভব করেন। তখনই হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে এমআরআই এবং আরও অনেক টেস্ট করা হয়। তারপর নিউরো আইসিইউতে রাখা হয়। তারপর কেবিনে স্থানান্তরিত করা হয়। অভিনেতাকে দেখতে গিয়েছিলেন, দেবশ্রী রায় সহ আরও অনেকে।
জানা যাচ্ছে, এখন তিনি মোটামুটি সুস্থ রয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তী জানান, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। কোনোরকম ব্রেন স্ট্রোক হয়নি। আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সম্ভবত আগামীকাল তাঁকে ছেড়ে দেওয়া হবে। ডক্টরও জানিয়েছেন, বর্তমানে তিনি ভালো আছেন। ডায়েটে নরম খাবার রয়েছে। নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এর তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা।