নাচ-অভিনয় ছাড়াও ‘গৌরী’র রয়েছে আরও একটি সুপ্ত প্রতিভা, মোহনার প্রশংসায় দর্শক

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৌরি এল’ (Gouri Elo)। এটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরীর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি

Saranna

mohona maity praised by netizen for her hidden talent

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৌরি এল’ (Gouri Elo)। এটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরীর চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। বয়স মাত্র ১৭, এই বয়সে তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন। যা সত্যিই অনবদ্য। তবে অভিনয় গুণের পাশাপাশি তাঁর আরও একটা গুণ আছে। যার দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়। 

সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, যেখানে সকল মানুষই তাদের সুপ্ত সত্তাকে সেই মাধ্যমে তুলে ধরেন। আর এই সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, যা সকলের কাছে সেই সুপ্ত প্রতিভাকে ছড়িয়ে দেয়। তখন আর সেটা সুপ্ত থাকেনা, বরং মুখ্য প্রতিভা হয়ে দাঁড়ায়। সকলেই বাহবা দেয়। সকলেই প্রশংসা করেন সুন্দর গুণের।

mohona maity praised by netizen for her new hidden talent

আর তেমনই  অভিনেত্রী মোহনা সোশ্যাল মিডিয়ায় তাঁর সুপ্ত প্রতিভা তুলে ধরলেন, যা এতদিন কেউ জানত না। তিনি একজন খুব ভালো শিল্পী। এই শিল্পত্বটা অঙ্কনে। তিনি যে খুব ভালো ছবি আঁকেন, তা বোঝা গেল তাঁর পোস্ট দেখে। তাই সম্প্রতি দেখা গেল নিজের আঁকা একটি কাকাতুয়া ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, লিখেছেন, ‘আজ অনেক আগে প্যাকআপ হয়ে যাওয়ায় তিন বছর পর আবার একবার চেষ্টা করলাম’।

সকলেই তাঁর ছবির প্রশংসা করেছেন। প্রসঙ্গত, অভিনেত্রী মোহনার কেরিয়ার শুরু হয় ডান্স বাংলা ডান্স-এর মঞ্চ দিয়ে। অভিনয়ের আগে তিনি ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী ছিলেন। এখান থেকেই ডাক পড়ে গৌরী এল ধারাবাহিকের জন্য। তারপর থেকেই চলছে অভিনয়। বয়স একেবারেই অল্প এই বয়সেই সকলের মন জয় করে নিয়েছেন। 

 

View this post on Instagram

 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)


মোহনা যে গৌরী, রাস্তায় বেরোলে লোকে চিনতেই পারে না। তাঁর কথায়, ‘অনেকেই অবাক হয়ে যায়, বয়স যার মাত্র ১৬, সে কিনা পর্দায় এত পরিণত। সবাই ভাবে গৌরী একজন বড় মেয়ে। ফ্রক পরে যখন বাইরে বেরোয় তখন সবাই অবাক হয়, কেউ বিশ্বাসই করতে পারেনা আমার বয়স এত কম’।

× close ad