বাংলা সিরিয়ালের অদ্ভুত বিয়ের ট্রেন্ড বজায় রেখে নতুন পদ্ধতিতে বিয়ে তিতির-সোমরাজের! রইল প্রোমো

জি বাংলায় (Zee Bangla) যে কটা নতুন ধারাবাহিক শুরু হয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল, ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। ঋত্বিক মুখার্জী এবং

Saranna

mon dite chai titir somraj weeding promo on air

জি বাংলায় (Zee Bangla) যে কটা নতুন ধারাবাহিক শুরু হয়েছে, তাদের মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল, ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। ঋত্বিক মুখার্জী এবং অরুনিমা হালদার অভিনীত এই ধারাবাহিক শুরু থেকেই অন্যরকম গল্পে মন ছুঁয়েছে অনুরাগীদের। এই জুটি একেবারে আনকোরা। এই প্রথমবার একসাথে জুটি বেঁধে অভিনয় করছেন এই জুটি। সকলেরই বেশ ভালো লেগেছে। কিন্তু সোমরাজ আর তিতিরের মিলন কবে হবে? এটাই অনুরাগীদের প্রশ্ন ছিল।

এবার সেই প্রশ্নের উত্তর যে এত তাড়াতাড়ি অনুরাগীরা পেয়ে যাবেন তা ভাবতেই পারেননি কেউ। সোমরাজ একজন বদমেজাজি ছেলে। সে নিজের সাফল্যের পিছনে নিজেকেই ক্রেডিট দেয়। একজন পুরুষের  সফলতার পিছনে একজন নারীর কোনো অধিকার নেই, এমনটাই মনে করে সে। নারীদের প্রতি তার মনে ত্রিব্র ঘৃণা জমে আছে। আর সোমরাজের এই দম্ভ ভাঙতেই তার জীবনে প্রবেশ করবে তিতির।

mon dite chai titir somraj weeding promo

জি বাংলার তরফ থেকে সেই নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। প্রোমোতে  দেখা যাচ্ছে, সোমরাজের ভাই দোয়েলকে ভালোবাসে, কিন্তু দোয়েলের বিয়ে হচ্ছে অন্য জনের সাথে, আর তা দেখে সোমরাজ জানায় এই বিয়ে হবে না। তিতির তার দিদিকে বলে মনের কথা চেপে না রেখে সেযেন নিজের ভালোবাসার কথাটা মুখ ফুটে বলে। কিন্তু অন্যদিকে সোমরাজের মা সোমরাজকে বলে, ‘সোমরাজ, আমার যে শর্ত ছিল আগে তোমার বিয়ে হবে’।

এই কথা শুনে সোমরাজ বলে তুমি আমার বিয়ে দিতে চাও তো। এরপর দেখা যায় থালা থেকে সিঁদুর তুলে নিয়ে তিতিরকে বিয়ে করে সে। এরপর সে বলে ‘আজ থেকে তিতির আমার বিবাহিত স্ত্রী’। তিতির নিজেও সোমরাজের এই পদক্ষেপে বেশ অবাক হয়ে পরে। তবে যে সোমরাজ মেয়েদের এতটুকু সন্মান করেনা সে কিভাবে কাউকে বিয়ে করে নিতে পারে? এরপর কি হয় তা দেখার জন্য দর্শক বেশ উৎসুক হয়ে আছেন।

তবে এভাবে বিয়ে দেখানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হাসির রোল উঠেছে। এভাবে হঠাৎ করে বিয়ে দেখে দর্শক বেশ অবাক। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘সিরিয়াল মানে কি শুধুই বিয়ে’। আবার কারও মন্তব্য, নাটকে কি সুন্দর টুশটাশ করে বিয়ে হয়ে যায়…এরকম বিয়ে যদি বাস্তবে হতো.’। কেউ বলছেন থালা উলটে পড়েনি সেই ভালো, একজন আবার লিখেছেন, ‘কেউ বিয়ে করতে চাইলে জি বাংলায় যাও’।

× close ad