Mon Ditey Chai : জি বাংলার (Zee Bangla) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল ‘মন দিতে চাই’। সোমরাজ আর তিতির জুটির এই ধারাবাহিক দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে। হয়ত টিআরপি তালিকায় নিজের জায়গা দিতে পারেনি, কিন্তু দর্শকদের মনে ঠিকই জায়গা করে নিয়েছে। আর তাই তো এই ক্ষণস্থায়ীর যুগে এই ধারাবাহিক এখনো দর্শকদের মনে আনন্দ দিয়ে যাচ্ছে।
ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, তিতির আর সোমরাজের হঠাৎ বিয়ে হয়। এই বিয়েতে কেউই রাজি ছিলনা, কিন্তু শর্তের বশবর্তী হয়ে বিয়েটা তাদের করতেই হয়। সোমরাজ পছন্দই করত না, কিন্তু এখন তিতিরকে পাশে পেয়ে সোমরাজ কঠোর থেকে একটু নরম হয়েছে। একে অপরের প্রতি দুর্বলও হয়ে পড়েছে, আর ঠিক সেই সময়েই মৃত্যুর মুখে সোমরাজ।
তিতিরের জীবনের সবথেকে বড় শত্রু সোমরাজের সৎ মা মালিনী। এই মালিনী শুধু তিতিরকেই সহ্য করতে পারেনা তা নয় সোমরাজকেও সহ্য করতে পারেননা। সোমরাজের সাকসেস দেখে হিংসায় জ্বলে যায় মালিনী । একথা তিতির ভালোই বুঝতে পারে। কিন্তু সোমরাজ মালিনীকে অবিশ্বাস করেনা। সে খুব স্নেহ করে। আর সেই স্নেহময়ী সৎ মা-ই তার জীবনে অন্ধকার নিয়ে এল।
মালিনী পরিকল্পনা করে তিতিরকে মেরে ফেলার। কিন্তু তিতিরের পরিবর্তে দুর্ঘটনার শিকার হয় সোমরাজ। মালিনী সোমরাজকে রাজন্যার বিবাহবার্ষিকীর গিফ্ট কিনতে দোকানে পাঠায়, আর তিতিরকে অফিসে পাঠায়। কিন্তু পরিকল্পনা সফল হয়না। আগামী পর্বে দেখা যাচ্ছে, স্ট্রেচারে সোমরাজকে শুইয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে তিতির। বড়সড় বোম ব্লাস্টের সম্মুখীন হয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। একেবারে খারাপ অবস্থা।
তিতির হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলে, যেভাবেই হোক এনাকে বাঁচাতে হবে। কিন্তু ডাক্তারবাবু আশা ছেড়ে দেয়। তারা জানিয়ে দেন অনেকটা দেরী হয়ে গেছে, তাই তাদের আর কিছু করার নেই। এই কথা শুনে ভেঙে পড়ে তিতির। আর কি সে সোমরাজকে বাঁচাতে পারবে না? এর উত্তর দেবে আগামী এপিসোড। দেখা যাক কি হয়।