বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘মন ফাগুন’ (Mon Phagun)। এই ধারাবাহিকটি সত্যিই সকল দর্শকদের মনে ফাগুনের আগুন লাগিয়েছিল। তাইতো শেষ হয়ে যাওয়ার পরও এখনও মানুষ এই ধারাবাহিককে ভুলতে পারেননি। এর প্রতিটি চরিত্র দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। বিশেষ করে ঋষি আর পিহুর জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল। সবাই এই জুটিকে এখনও পর্দায় দেখতে চান। ঋষির ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee) আর পিহুর চরিত্রে অভিনয় করেছিলেন মেক্সিকান কন্যা অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)।
এই জুটিকে আবার টিভির পর্দায় দেখার আবদার জানিয়েছিলেন অনুরাগীরা। আর সেই অনুরাগীদের কথাকে মান্যতা দিয়ে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছিল ট্রেন্ডসের বিজ্ঞাপনে। এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখে দর্শকরা কিছুটা খুশি হয়েছিলেন। কিন্তু তাতেও মন মানছেনা দর্শকদের। কবে আবার নতুন কোনো চরিত্রে তাদের পর্দায় দেখা যাবে সেই নিয়ে দর্শক বেশ উৎসুক।

তবে এবার দর্শকদের জন্য রয়েছে সুখবর, অভিনেতা জন ভট্টাচার্যের সাথে জুটি বাঁধতে চলেছেন সৃজলা। এসভিএফের একটি নতুন মিউজিক ভিডিওতে তাদের একসাথে দেখা যাবে। আগামী ২০ ই সেপ্টেম্বর শুরু হবে শ্যুটিং। বলাই বাহুল্য এই নতুন জুটিকে দেখতে বেশ আগ্রহী অনুরাগীরা। কারণ সৃজলার সাথে সাথে জন ভট্টাচার্য্যরও বেশ ভালো ক্রেজ গড়ে উঠেছে দর্শক মহলে। তারা অপেক্ষা করছেন কবে এই জুটিকে পর্দায় দেখতে পাবেন।
তবে একদিকে আবার অনুরাগীদের মন খারাপ, তারা সৃজলার সাথে শনকেই বেছে নিয়েছিলেন। আর সেই শনের সাথে তাঁর দেখা মিলবেনা ভেবেই মন কিছুটা বিষণ্ণ। তবে দেখা যাক, সৃজলা আর জনের নতুন জুটি কতটা দর্শকের পছন্দের হয়ে উঠতে পারেন। সিরিয়ালের সূত্রে এমন অনেক জুটি পর্দায় গড়ে ওঠে যাদের দর্শক খুব পছন্দ করতে শুরু করেন আর ভবিষ্যতেও সেই জুটিকে পর্দায় দেখতে চান।

কিন্তু জুটি রিপিট খুব কমই হয়ে থাকে। এর আগেও এমন অনেক জনপ্রিয় জুটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল যাদের আর একসাথে দেখা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী সৃজলা গুহর একটি লেখা বই প্রকাশিত হয়েছে, অভিনয়ের পাশাপাশি যে তিনি এত সুন্দর সাহিত্যচর্চা করতেন, তা কারোরই জানা ছিলনা।
আরও পড়ুনঃ বিদায়েই লুকিয়ে শুরুর আশ্বাস, খুব শীঘ্রই আবার ফিরবে ‘মন ফাগুন’! শেষ চমকে ইঙ্গিত অনুরাগীদের

শ্যুটিং এর ফাঁকে ফাঁকে তিনি লেখালেখি করতেন। তাঁর লেখা ৫০ টি কবিতা নিয়ে অক্সফোর্ডে প্রকাশিত হল, ‘ফরেভার জানুয়ারি’।এই বইটি নিখাদ একটি প্রেমের বই। অভিনেত্রীর কথায়, ‘ যারা প্রেমে আঘাত পেয়েছেন, আঘাত পেতে পেতে আবার উঠে দাঁড়িয়ে নতুন ভাবে শুরু করেছেন, এই বইটা তাদের জন্য, তারা তাদের জীবনের সাথে বইয়ের লেখা গুলো রিলেটেড করতে পারবে’।








