মানুষদের বিনোদন দিতে একের পর এক চ্যানেলে আসছে, নতুন নতুন ধারাবাহিক। এত ধারাবাহিক আসছে, দর্শকরা ভাবছে কোনটা ছেড়ে কোনটা দেখব। একটা চ্যানেল তো নয়, অনেকগুলো চ্যানেলেই চলছে রমরমা ধারাবাহিক। বিশেষ করে স্টার জলসা (Star Jalsha) আর জি বাংলা (Zee Bangla) এই দুই চ্যানেলে যেমন আসছে নিত্যনতুন ধারাবাহিক, তেমনই চলছে দুই চ্যানেলের প্রতিযোগীতা। দুই চ্যানেলের ধারাবাহিকের মধ্যে চলতে থাকে টিআরপির লড়াই।
এই টিআরপির লড়াইয়ের দৌলতে ধারাবাহিকে এমন কিছু দেখানো হয়, যা দেখে মনে হবে গল্পের গোরু গাছে উঠেছে। যেন অতিপ্রাকৃত , অবিশ্বাস্য হয়ে উঠছে। এইসবের ভারে দর্শকরা ওইসব দৃশ্য দেখে মজাও পান । নিত্যদিনের এই বিনোদন মূলক ধারাবাহিক গুলো তাদের হাসির খোরাক হয়ে উঠেছে। বর্তমানে মন ফাগুন (Mon Phagun) ধারাবাহিকের গল্প দেখে দর্শক ব্যঙ্গ করতে শুরু করেছেন।
তেমনই দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুনে। ধারাবাহিকের শুরু হয়েছিল রোমান্টিক কাহিনী দিয়ে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, ডিটেকটিভ ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঋষি-পিহুর মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে তোলার জায়গায় ব্যাঘাত দিচ্ছেন। একের পর এক অ্যাক্সিডেন্ট দেখানো হচ্ছে, সেই ঘটনা নিয়েই রহস্য ঘনীভূত হচ্ছে। ফলে রোমান্টিকতা ধারাবাহিক একেবারে উধাও। তাই এই ধারাবাহিক দর্শকদের একদম পছন্দ হচ্ছে না।
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ব্লেজার আর প্যান্ট শার্ট পড়ে ঠাম্মাকে প্রণাম করলে। প্রণাম সেরে ঋষির ফটোর সামনে গিয়ে সে বলল, আজ সে টুরিস্ট গাইড হিসেবে পুরস্কার পাচ্ছেন। এই দেখেই দর্শকরা ক্ষেপে গেছেন। তারা বলছেন পিহু ধারাবাহিকের প্রথমে ট্যুরিস্টের কাজ করেছে, তারপর এত মাস হয়ে গেল একবারও এই কাজে তাকে দেখা যায়নি। বিয়ে বিয়ে খেলায় হয়েছে, তারপরেও কি করে পাচ্ছে এই পুরস্কার।
তাদের দাবি, এই জন্যই এই ধারাবাহিক লক্ষী কাকিমার থেকে পিছিয়ে। এরপর দেখা যাচ্ছে, ঋষি অ্যাক্সিডেন্টের পর ফিরে এসেছেন। কিন্তু ঋষি রূপে নয়, ড্রাইভার হিসেবে। এটা দেখেই দর্শকরা খিল্লি করছেন। মিঠাই এর হুবহু কপি। মিঠাই এ সিড এসেছিল রকি দ্য রকস্টার রূপে, আর ঋষি এল ড্রাইভার রূপে।