দেশে মাঙ্কি পক্সের উদ্বেগ! সংক্রমণ রুখতে আগাম কড়া সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ভাইরাসের জের দেশ থেকে এখনো পুরোপুরি যায় নি। ভাইরাসের আতঙ্ক ও ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা  সম্ভবপর হয়েছে। তবে পুরোপুরিভাবে দেশ কবে ভাইরাস মুক্ত হবে

Desk

monkey pox speared may grow fast alart by 'who'

করোনা ভাইরাসের জের দেশ থেকে এখনো পুরোপুরি যায় নি। ভাইরাসের আতঙ্ক ও ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা  সম্ভবপর হয়েছে। তবে পুরোপুরিভাবে দেশ কবে ভাইরাস মুক্ত হবে তা জানা নেই কারুরই। এরই মাঝে এক নতুন ভাইরাস ছড়াতে শুরু করেছে তার আতঙ্ক। মাঙ্কি পক্স (Monkey Pox)। এই রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। তবে ভারতে এখনো হানা দিতে পারেনি এই রোগের ভাইরাস।

জানা গেছে, মাঙ্কি পক্স (Monkey Pox) মূলত বানরের থেকে ছড়াচ্ছে। তবে এই ভাইরাস নতুন নয়। অনেক আগে থেকেই এই ভাইরাসের সন্ধান পাওয়া যেত পশ্চিম ও মধ্য আফ্রিকায়। কিন্তু অন্য কোনো দেশে এতদিন এই ভাইরাস এভাবে ছড়িয়ে পড়েনি। তবে গত ৭ ই মে প্রথম লন্ডনে এক ব্যাক্তির শরীরে মাঙ্কি পক্স এর ভাইরাস এর লক্ষণ দেখা যায়। আক্রান্ত ব্যাক্তি সম্প্রতি নাইজেরিয়া গিয়েছিলেন বলে জানা যায়। তবে ধীরে ধীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশ জুড়ে।

monkey pox speared may grow fast alart by 'who' for every country

মাঙ্কি পক্সের লক্ষণ : (symptoms of Monkey Pox)

আর তাই সময় থাকতেই সময় থাকতেই সতর্ক বার্তা দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি দেশকেই ইতিমধ্যে এই ভাইরাস সম্পর্কে সতর্ক করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের হদিশ মিলেছে ৯২ জনের। ইউরোপ ও আমেরিকা, আফ্রিকার মতো দেশের অনেক জায়গাতেই এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে সঠিক সচেতনতার অভাব হলে আরও  আক্রান্তের সংখ্যা বাড়াবে।

এই রোগের প্রাথমিক কিছু লক্ষণ আছে যেমন-গায়ে বড়ো বড়ো জল ফোসকা, প্রচন্ড জ্বালা করা, গায়ে হাতে খুব ব্যাথা হওয়া,জ্বর,মাথাযন্ত্রণা, ও শরীরে কাঁপুনি। এই রজার সংক্রমণ সমন্ধে জানা গেছে নতুন কিছু কথা। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এতদিন এই শরীরের কোনো ক্ষত স্থান বা নাক-মুখ ইত্যাদির মাধ্যমে শরীরে প্রবেশ করছিলো তবে এবারে জানা গেছে, শুধু শরীরের ক্ষত স্থান বা নাক-মুখ দিয়েই নয় বরং যৌন সংসর্গের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে।

এখন থেকেই সতর্ক না হলে এই ভাইরাসও মহামারীর আকার নিতে বেশি সময় নেবে না। ভারতে কেন্দ্র সতর্কতা অবলম্বন করতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে তুলেছেন। এই ভাইরাসের কবলে ইতিমধ্যেই ব্রিটেন, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইটালি ও সুইডেনের মতো দেশ। এখনও পর্যন্ত ব্রিটেন, পর্তুগাল ও স্পেনে এই ভাইরাসের প্রভাব সবচেয়ে  বেশি।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের সীমানা রক্ষা করবে আদিবাসী মহিলারা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরী হল ‘Team Winners’

যদিও এক মাইক্রোবায়োলজিস্ট জানিয়েছেন এই ভাইরাস নতুন নয় তাই মাঙ্কি পক্সের ক্ষেত্রে চিকেন পক্সের প্রতিরোধক কিছুটা কাজে দেয়। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কারুর মৃত্যুর খবর মেলেনি। আর খুব বেশি ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এই পক্স মিলিয়ে যায়। এক সংক্রামক রোগ বিশেষজ্ঞও জানিয়েছেন যে এই রোগ কমবেশি ৪ সপ্তাহ মতন থাকে।

× close ad