‘জগদ্ধাত্রী’র বোন ‘মুকুট’! প্রথম এপিসোড দেখেই চর্চা নেটপাড়ায়

নতুন বছর শুরু হয়েছে যখন থেকে, তখন থেকেই হিড়িক লেগেছিল নতুন ধারাবাহিকের আগমন। এখন নতুন বছর পুরানো হতে চলল, এরই মধ্যে আবারও নয় ধারাবাহিক আসার

Saranna

mukut serial should be copy of jagaddhatri serial netizen gess

নতুন বছর শুরু হয়েছে যখন থেকে, তখন থেকেই হিড়িক লেগেছিল নতুন ধারাবাহিকের আগমন। এখন নতুন বছর পুরানো হতে চলল, এরই মধ্যে আবারও নয় ধারাবাহিক আসার হিড়িক লেগে গেছে। ইতিমধ্যেই জি বাংলায় (Zee Bangla) দুটো নতুন ধারাবাহিকের আগমন ঘটে গেছে। একটার প্রোমো সবে আসতে দেখা গিয়েছে, আর একটা তো শুরু হয়ে গেছে। নতুন ধারাবাহিকের দৃশ্য দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut) ২৭ শে মার্চ থেকে রাত ৯:৩০ টায় শুরু হয়েছে। আর প্রথম দিনেই ট্রোল মুখে পড়ল ধারাবাহিকটি। নায়িকা ভালোর কাছে গৌরী আর খারাপের কাছে চন্ডী। অর্থাৎ তাঁর দুটো সত্তা, একটা খুবই শান্ত স্বভাব বিশিষ্ট। কিন্তু প্রয়োজন পড়লে সে হতে পারে চন্ডী। অনেকে এই এপিসোড দেখে বলছেন এই এপিসোডে নতুনত্ব আছে। আবার কেউ বলছেন জগদ্ধাত্রীর এপিসোড চুরি করেছে।

zee bangla new serial jagaddhatri

কারণ ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে দেখা গিয়েছে দুটো সত্তা, বাইরে জ্যাস আর ভিতরে জগদ্ধাত্রী। তাই অনেকেই বলছেন জগদ্ধাত্রীর কপি। একজন বলছেন, ‘শুনে হয়তো হাসি পাবে কিন্তু মিলিয়ে নিবেন মুকুটে যমজ বোন রয়েছে যা পরবর্তী ট্রেক এ দেখা যাবে এবং তার যমজ বোনই অস্ত্র চালাতে পারে’। এর উত্তরে আর একজন লিখেছেন, ‘যমজ বোন নাও হতে পারে এখানে হয়তো মুকুটের দুটো রোল জগদ্ধাত্রীর মতো বাইরে জ্যাস আর ভেতরে জগদ্ধাত্রী’।

আর একজন এই ধারাবাহিকের প্রশংসা করে জানিয়েছেন, ‘মুকুট ধারাবাহিকের প্রথম এপিসোড ভালই লাগলো। কিন্তু আরো ধামাকা ট্রাক আনতে হবে জগদ্ধাত্রীর মত নইলে অনুরাগের ছোঁয়ার সঙ্গে মনে হয় না পারবে বলে এবং মুকুট ধারাবাহিক দেখে বোঝা যাচ্ছে যে অনেক টুইস্ট আছে। যত দূর বুঝলাম নারী পাচারকারী চক্র নিয়ে গল্প। তবে গল্পে একটু টুইস্ট আছে,মা কালীরুপে যিনি আছেন সেই আসলেই মুকুট সেটা কেউ হয়তো জানে না’।

mukut serial should be copy of jagaddhatri serial told netizen

উল্লেখ্য, ধারাবাহিকের নায়িকা শ্রাবণী ভুঁইয়া এর আগে অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে। পার্শ্ব চরিত্রে অভিনয় করা দেখে শ্রাবণী অনুরাগীরা জানিয়েছিলেন, এত সুন্দর মেয়ে পার্শ্ব চরিত্রে কেন? মুখ্য ভূমিকায় নয় কেন? আর তাই পরিচালকরা তাঁকে দিয়ে করালেন ‘মাধবীলতা’। যার মুখ্য ভূমিকায় ছিলেন শ্রাবণী। কিন্তু সেই ধারাবাহিক সুপার ফ্লপ। মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। আর সেই মনখারাপ কাটিয়ে আবার ফিরেছেন মুকুট এ। এবার দেখা যাক কি হয়? ফ্লপ হয় নাকি সবার উর্ধ্বে রাজত্ব করে।

× close ad