Neem Phooler Madhu : অল্প সময়ের মধ্যে যেসব ধারাবাহিক দর্শকদের মন কেড়ে নিয়েছিল, সেই সব গুলোর মধ্যে একটি জনপ্রিয় ধারাবাহিক হল, জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। কম সময়ের মধ্যে জনপ্রিয় হওয়ার কারণ হল ধারাবাহিকের কাহিনী। দত্ত বাড়ির কাহিনী দর্শকদের বেশ পছন্দের। পর্ণার বুদ্ধি দেখে সকলেই অবাক হয়।
যে কাজ পুলিশরা করতে পারেনা, সেই কাজ এক নিমেষে পর্ণা করে ফেলে। আবারও তার উদাহরণ দেখা গেল। যারা ধারাবাহিকটি প্রতিনিয়ত দেখেন তারা জানেন। চয়নকে মারার ফলে সে হসপিটালে ভর্তি আছে। আর কারা এই কাজ করল? তার উত্তর খুঁজতে পর্ণা উঠে পড়ে লেগেছে। কিন্তু পর্ণা যদি এই রহস্য উদ্ধার করতে যায়, তাহলে তো সব রহস্য ফাঁস হয়ে যাবে।
আর সেই কারণে এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব পর্ণাকে এই কাজ করতে মানা করে, পাশাপাশি কিছু টাকা দিতে চায়। কিন্তু পর্ণা ভয় পেয়ে থেমে যাওয়ার লোক নয়, আর তাই পর্ণা তাদের অপমান করে তাড়িয়ে দেয়। এর ফলে ভুগতে হয় দত্ত বাড়িকে। পর্ণার করা অপমানের প্রতিশোধ নিতে দত্ত বাড়ির ইলেকট্রিসিটির কানেকশন কেটে দেওয়া হয়।
জল বন্ধ করে দেওয়া হয়। পর্ণা বুঝতে পারে এর পিছনে কাদের হাত রয়েছে। সেটা বুঝতে পেরে পর্ণা হাজির হয় মিউনিসিপ্যালিটিতে। শুধু পর্ণা নয়, বাড়ির সকলকে নিয়ে হাজির হয় পর্ণা। তারা খালি হাতে আসেনা, হাতে করে বালতি, কাপড় জামা, কাঁথা, কম্বল নিয়ে হাজির হন। কর্মচারীরা তাদের দেখে অবাক হয়ে যান। পর্ণা জানায়, তাদের যতদিন না ইলেকট্রিক। জল আসছে ততদিন এখানেই থাকবে।
কর্মচারীরা ভয় পেয়ে জানায়, এক্ষুনি তাদের সব চালু করে দেবে। আর সত্যি সত্যিই পর্ণার এই বুদ্ধিতে দত্ত বাড়িতে ইলেকট্রিক চলে আসে, জল আসে। সবাই তারিফ করতে থাকে পর্ণার বুদ্ধির। এরপরই পর্ণার পদক্ষেপ মন্ত্রীর কাছে যাওয়া, কারণ পর্ণা বুঝতে পেরেছে এটা মন্ত্রীর লোকের কাজ। দেখা যাক কি হয়।