টাকার কাছে বাবা-মা বিক্রিত, সত্যের পথ বেছে নিল বুবাই, কুর্নিশ জানাচ্ছেন দর্শকেরা!

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ শুরু থেকেই দর্শকমাঝে আলাদা ক্রেজ বজায় রেখে চলেছে। পর্ণার অন্যায় সহ্য করতে না পেরে

Nandini

neem phooler madhu serial bubai stand for truth against ayan and moumita

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ শুরু থেকেই দর্শকমাঝে আলাদা ক্রেজ বজায় রেখে চলেছে। পর্ণার অন্যায় সহ্য করতে না পেরে তার কেটে যাওয়া বুদ্ধি আর কখনও ইশা তো কখনও সুইটির বদমাইশি সব মিলিয়ে বেশ উপভোগ করেন দর্শক এই ধারাবাহিকটি। এছাড়াও, অন্যান্য সিরিয়ালের মত এখানে পারিবারিক মতবিরোধ বেশ কম শুরুর দিকের তুলনায়।

বর্তমানে কারুর কিছু হলেই গোটা পরিবারকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। পর্ণা দত্ত বাড়ির প্রতিটা মানুষকে নিজের কাজকর্মের মধ্যে দিয়ে সেই সাহসটা জুগিয়েছে। ধারাবাহিকের সাম্প্রতিক গল্প অনুযায়ী বিখ্যাত ক্রিকেটারের ছেলে আহির ভৌমিক মদ্যপ অবস্থায় রাস্তায় গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।

সেই দুর্ঘটনার শিকার হয় বুবাই আর অভিজিৎ। নিজেকে বাঁচাতে পারেনি অভিজিৎ, সেখানেই শেষ হয়ে যায় সে। কিন্তু বুবাই মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছে। অভিজিতের আওয়াজ বুবাইকে ফিরে আসতে সাহায্য করেছে। অভিজিৎ চায় ও নিজে যেটা করতে পারেনি বুবাই যেন সেই কাজটা সম্পন্ন করে। সেই একমাত্র যে আসল দোষীদের সাজা দিতে পারে।

আরও পড়ুনঃ জি বাংলায় নতুন রূপে ফিরছে ‘মিলি’! নিজেই সুখবর দিলেন অভিনেত্রী

বুবাইয়ের জ্ঞান ফিরে আসার খবর পেতেই অয়ন আর মৌমিতাকে টাকা খাইয়ে চুপ করিয়ে দেয় ইশা। কিন্তু বুবাই পারেনা তার বাবা-মায়ের মত বিবেকহীন হতে। সে মা-বাবাকে উপেক্ষা করে তাদের না জানিয়েই সোজা পৌঁছে যায় কোর্টে। আর সেখানে গিয়ে সেদিনকে ঘটে যাওয়া ঘটনা সে বিস্তারে বলে। আহির বুবাইয়ের বয়ানে শাস্তি পেল কিনা তা জানা যাবে আগামী পর্বে।

তবে বুবাইয়ের এইভাবে ছুতে আসাকে কুর্নিশ জানিয়েছে সকল দর্শক। ছোট হয়েও সে ভয় পেয়ে পিছিয়ে যায়নি। বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে সত্যের সাথে দাঁড়িয়েছে। বুবাইকে কোর্টে উপস্থিত হতে দেখে সকল দোষীদের কালঘাম ছুটে গেছে। এবার দেখার বুবাই কি পারবে অভিজিতের আত্মাকে শান্তি দিতে? তাকে সুবিচার পাইয়ে দিতে। আহির কি এর পরেও টাকার জোরে ছাড়া পেয়ে যাবে? সব উত্তর মিলবে আগামী পর্বে।

× close ad