জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকে দেখা গিয়েছে একটা একান্নবর্তী পরিবার। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পর্ণা। পর্ণার পাশে তার স্বামী না থাকলেও তার রয়েছে একটি লক্ষণ এর মত দেওর। তার নাম হল চয়ন। এই চয়ন সবসময় রয়েছে তার বৌদির পাশে। বিপদে আপদে সবসময় পাশে পায় চয়নকে। আর চয়নের এই সুন্দর গুণটা বৌদিই খুঁজে পায়। চয়নের বাবার কাছে সে বেকারের তকমায় ভূষিত। তবে সেই তকমা এবার ঘুচল।
চয়নের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। তাঁর অভিনয় দর্শকদের কাছে বেশ প্রশংসনীয়। আর সেই সুন্দর অভিনয় গুণে চয়ন চরিত্রটিও সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। চয়ন যেমন পর্দায় পজিটিভ তেমনই বাস্তবেও বেশ পজিটিভ। বেশ খোলামেলা তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন।
চয়ন অর্থাৎ উদয়ের ফ্যান ফলোয়ার যারা তারা জানেনই কতটা সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন , তাতে দেখা গিয়েছে ট্রাফিক সার্জেন্ট-এর পোশাক পরে অনেক গুলো পোজ দিয়েছেন। অনেকের এই ছবি দেখে মনে হচ্ছে উদয় বোধহয় অভিনয় ছেড়ে পুলিশের চাকরিতে যোগ দিলেন।
আসলে তা নয়, ধারাবাহিক তারা দেখেন তারা জানেন চয়ন পুলিশের চাকরি পেয়েছে। এখন সে ট্রেনিংয়ে আছে। ট্রেনিং শেষে পাকাপাকিভাবে নিজের কাজে লেগে পড়বেন। আর এই কাহিনী কিছুদিন পরে পর্দায় টেলিকাস্ট হবে । এখন সেই এপিসোডের শ্যুটিং চলছে। আর তাই এই পোশাকে তিনি ছবি দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘তিন্নি’ সরতেই হাজির নতুন সতীন! মোড় ঘুরল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে
পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আজ সে সবকা চালান কাটেগা। ট্রাফিক সার্জেন্ট চয়ন দত্ত ইন টাউন’। ছবির পোস্টে অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। অভিনেতা সৌরভ চ্যাটার্জী লিখেছেন, ‘এমন হ্যান্ডসাম ট্রাফিক লাস ভেগাসে পাওয়া যায়, দারুন লাগছে ভাই’। অভিনেতা দেবরাজ মুখার্জী লিখেছেন, ‘ভুলেও আমার গাড়ির সামনে আসিস না’। অভিনেতা অম্বরীশ মিত্র লিখেছেন ‘এমন হ্যান্ডসাম পুলিশ হলে আরও ক্রাইম বেড়ে যাবে’।