দত্ত বাড়িতে আতঙ্কের ছায়া, নতুন ঝড় পর্ণা-সৃজনের জীবনে! ফাঁস ধামাকা প্রোমো

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণার জুটি যেমন দর্শকের মন জয় করে নিয়েছে তেমনই

Nandini

neem phooler madhu serial dutta family in new danger promo come out

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) বেশ জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণার জুটি যেমন দর্শকের মন জয় করে নিয়েছে তেমনই পর্ণার ক্ষুরধার বুদ্ধিতে একটার পর একটা নতুন বিপদ থেকে বেরিয়ে আসা সব মিলিয়ে বেজায় আকর্ষক হয়ে উঠেছে এই সিরিয়াল। সম্প্রতি, ভাইকে বাঁচাতে গিয়ে যমে-মানুষে টানাটানি অবস্থা হয়েছিল পর্ণার।

তবে সেখান থেকে সে সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছে। কিন্তু কৃষ্ণা মেতে উঠেছেন নাতির নেশায়। তার নাতিই চাই, যে কারণে নানান টোটকা, জলপড়া এইসবের সাহায্য নিতেও সে একপায়ে রাজি। কিন্তু পর্ণা সেটা হতে দেয়নি। নিজের সন্তানকে নিয়ে সে এইসব ভোজবাজি বরদাস্ত করবেনা তা স্পষ্ট জানিয়েও দিয়েছে শাশুড়িকে।

neem phooler madhu serial dutta family in new danger

পরিবারের সবাই যখন পর্ণার মেয়েকে নিয়ে আনন্দে মেতেছে তখন কৃষ্ণার মুখে একটাই কথা, সে ওই মেয়েকে নাতনি হিসাবে গ্রহণ করবেনা। পর্ণা এতে বেশ কষ্ট পায়। তবে সৃজন এখন প্রতিটা মুহূর্তে পর্ণাকে সাথ দেয়। তাই সেও যে মাকে বোঝাবে সেটা আশা করাই যায়। সম্প্রতি, ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। দত্ত বাড়ির সকলে বেশ আতঙ্কিত হয়ে আছে।

আরও পড়ুনঃ ‘পারো’ ফিরতেই বিয়ের পিঁড়িতে দেব, সত্যিটা জানিয়ে দিল পার্বতী!

তারা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে ১৮ তারিক বিশেষ কিছুর ইঙ্গিত করছে। তবে কারুর মুখেই স্পষ্ট জানা যাচ্ছেনা যে ঠিক কি আছে ঐদিন। এরই মাঝে এই প্রশ্ন জাগে সৃজন-পর্ণার মনেও যে ঐদিন এমন কি বিশেষ আছে? তবে দত্তবাড়ির সকলের চোখে মুখের আতঙ্ক জানান দিচ্ছে ভালো কিছু ঐদিন ঘটবেনা হয়ত। এবার দেখার এই ‘১৮’ তারিখ নতুন কোন ঝড় আনে?

× close ad