Neem Phooler Madhu : দুর্গাপুজোর মরসুমে সকলেই মাতোয়ারা। বাংলা ধারাবাহিক গুলোও দুর্গাপুজোতে মেতে উঠেছে। প্রত্যেকটি ধারাবাহিকেই এখন পুজোর এপিসোড চলছে সেই মতো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) তেও চলছে পুজোর এপিসোড। দত্ত বাড়ি সেজে উঠেছে পুজোর সাজে। সব মান অভিমান ভুলে, সব বিপদকে দূরে সরিয়ে পর্ণা-সৃজন একসাথে থাকলেও তাদেরকে শান্তিতে থাকতে দেয়না ইশা।
পর্ণা-সৃজনের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মৌমিতা, কৃষ্ণার সাথে যুক্ত হয়েছে পর্ণার ক্লাসমেট ইশা। এই ইশার সাথে পর্ণার পুরানো শত্রুতা ছিল, আর সেই প্রতিশোধ নিতে পর্ণা আর সৃজনের জীবনে প্রবেশ করে। শুরু থেকেই একের পর এক বিপদে ফেলছে পর্ণাকে। আর তাই এবার মেরে ফেলার চেষ্টা করল ইশা।
সপ্তমীর দিন সকলে মিলে গেছে কলাবউ স্নান করাতে। সেখানে উপস্থিত ছিল মিডিয়া। মিডিয়ার লোকজন পর্ণাকে জিজ্ঞাসা করে তাদের পুজোর বিশেষত্ব কি? পর্ণা তাদের জানায় তাদের পুজোর বিশেষত্ব হল কলাবউয়ের মাথায় বেনারসীর ছাতা ধরা। সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, মাঝে এল ঘোর বিপদ। ইশা এবার মোক্ষম চাল দিল।
কলা বউ স্নান করানোর জন্য ঘাটে নামবে পর্ণা। আর তখনই ইশা ধাক্কা মেরে ফেলে দেবে তাকে। সৃজনের সাথে পর্ণার ইগোর কারণে দূরত্ব থাকলেও, বিপদের দিনে স্ত্রীর পাশে সে দাঁড়িয়েছে। চিৎকার করে ওঠে পর্ণা বলে। পর্ণাকে সে বাঁচাতে গেলে তার মা বাঁধা দেয়। বাবুকে কিছুতেই যেতে দিতে চায়না। মায়ের বাঁধা অগ্রাহ্য করে সে জলে নামে। সবাই পর্ণার জন্য কাঁদলেও বাবুর মা বাবুর জন্য কাঁদছে।
এরপর দেখা যায় সৃজন পর্ণাকে উদ্ধার করে নিয়ে আসে। সৃজনের মা ঠিক বুঝতে পেরেছে এটা ইশার চাল। ইশাকে গিয়ে ধমক দেয়। সৃজনের মা যেন একটু নরম হয়েছে পর্ণার প্রতি। ইশাকে তিনি জানান, মানুষ মারার পরিকল্পনা করলে তোমাকে আমি নিজে জেলে দেব। অন্যদিকে পর্ণা বুঝতে পারে এটা ইশার চাল। এবার কি ইশার মুখোশ সবার সামনে খুলে দেবে পর্ণা? সেটাই দেখার।