‘নাতি’ আসার খবরে বেজায় খুশি বাবুউউর মা, পর্ণার প্রতি তার যত্ন দেখে চোখ জুড়াচ্ছে দর্শকদের

জি বাংলার (Zee Bangla) অতি চর্চিত ও জনপ্রিয় সিরিয়ালের একটি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকায় নিজেদের কামাল দেখাচ্ছে।

Nandini

neem phooler madhu serial netizen amazed to see krishna's behaviour to porna

জি বাংলার (Zee Bangla) অতি চর্চিত ও জনপ্রিয় সিরিয়ালের একটি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সিরিয়াল শুরু থেকেই টিআরপি তালিকায় নিজেদের কামাল দেখাচ্ছে। পর্ণার ক্ষুরধার বুদ্ধি আর সৃজন আর তার মায়ের ব্যবহার সব মিলিয়ে সর্বদাই সমালোচনায় থাকে এই ধারাবাহিক।

তবে বর্তমানে গল্পে এসেছে বড়সড় টুইস্ট। পর্ণা মা হতে চলছে। বহুদিন যাবৎ সৃজন-পর্ণা জুটির অনুরাগীরা চেয়েছিলেন যাতে সিরিয়ালে বেবি ট্র্যাক আনা হয়। তবে এতদিনে অনুরাগীদের মনের আশা পূরণ হতে চলেছে। যদিও সেই গল্পেও আছে বিশেষ কিছু চমক যা সময়ের সাথে সাথে সামনে আসবে।

neem phooler madhu serial netizen amazed to see krishna's behaviour

তার আগাম পূর্বাভাস দর্শক পেয়ে গেছেন। কিন্তু পর্ণাকে যে কৃষ্ণা কখনই মেনে নিতে পারেনি। তার পর্ণার প্রতি ব্যবহার দেখে অবাক দর্শক। আসলে মায়েরা তো এমনই হয়। যদিও কৃষ্ণা চরিত্রটির প্রতি দর্শকের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন ভিন্ন। কিছু মানুষের কাছে সে মায়ের অবুঝ মন থেকে এমন সব কাজ করে।

আরও পড়ুনঃ TRP ফেরাতে নয়া টুইস্ট, বদলাবে জুটির সমীকরণ, নতুন ধামাকা ‘অনুরাগের ছোঁয়া’য়!

তো কিছু মানুষের কাছে কৃষ্ণা খুব স্বার্থপরতা করে। একটা মা এতটা স্বার্থপর হতে পারে কি? প্রশ্ন অনেকেরই। পর্ণাকে কৃষ্ণা যতই অপছন্দ করুক না কেন, বর্তমানে তার লেশমাত্র নেই। অর্থাৎ পর্ণা মা হবে, তার ছেলের সন্তান আসবে এই আনন্দে কৃষ্ণা নিজে পর্ণার যত্ন নিচ্ছে।

সময় মত পর্ণার সামনে খাবার ধরা, দুধ, ফল, ওষুধ দেওয়া। খাওয়ার কথা সময়ে সময়ে তাকে মনে করিয়ে দেওয়া। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে বলা সবটাই করছেন কৃষ্ণা। ঠিক যেমন একজন মা করে থাকেন তেমন ভাবে। কৃষ্ণার পর্ণার প্রতি এই যত্ন, ব্যবহার দেখে দর্শকের চোখ জুড়িয়ে যাচ্ছে।

× close ad