৬০ পেরিয়েও অসাধারণ এনার্জি! দেবশ্রী রায়ের নাচ দেখে মুগ্ধ নেটপাড়া

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘ড্যান্স বাংলা ড্যান্স’ (Dance Bangla Dance)। এই ড্যান্স বাংলা ড্যান্সের নতুন চমক, দশ বছর পর এই মঞ্চে

Saranna

netizen amazed by debashree roy's dance performance

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘ড্যান্স বাংলা ড্যান্স’ (Dance Bangla Dance)। এই ড্যান্স বাংলা ড্যান্সের নতুন চমক, দশ বছর পর এই মঞ্চে ফিরেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। আর এই মঞ্চে তাই ফিরেছেন মহাগুরুর প্রিয় মানুষ পান্তাভাতের কুন্ডু। যাঁর আসল নাম দীপান্বিতা কুন্ডু। শুধু তাই নয়, এই মঞ্চে দেখা গিয়েছে দেবশ্রী রায়কে। আর তাই এই দুইয়ের সংমিশ্রণে যে ডান্স বাংলা ডান্স যে জমজমাট হবে।

তা বেশ বোঝায় যাচ্ছে। আর তাই তার প্রমাণ মিলল মঞ্চে। দেবশ্রী রায় অভিনীত সিনেমা ‘ঝংকার’ এর বিখ্যাত গান ‛বাজলো যে ঘুঙুরু’ গানে নাচলেন দেবশ্রী। সাথে রয়েছেন দেবশ্রী রায় (Debashree Roy)। দুজনের সুন্দর নাচ সকলেই বেশ উপভোগ করছেন। এদিন এই মঞ্চে উপস্থিত ছিলেন, তিন সুন্দরী। মৌনী রায়, শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি।

netizen amazed by debashree roy's dance performance on dance bangla dance platfrom

সকলেই মুগ্ধ হয়ে দেবশ্রী রায়ের পারফরম্যান্স দেখছিলেন। এছাড়াও মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী অভিনীত ‘ত্রয়ী’ সিনেমার বিখ্যাত গান ‘জানা অজানা’ গানেও মহাগুরুর সাথে নাচতে দেখা যায়। এত বছর হয়ে গেল, দেখতে দেখতে তাঁর বয়স ৬১। কিন্তু তাও দেখা যায়, নির্ভুল নাচের স্টেপ। তাঁর কাছে বয়স যেন একটা সংখ্যা।

কলকাতার রসগোল্লার মত, রসে টইটম্বুর দেবশ্রী রায়। অনেকদিন পর দর্শকরা তাঁকে দেখে বেশ উৎফুল্লিত।অভিনেত্রী ছোটো থেকেই শিখেছেন নাচ, তাঁর রক্তে রয়েছে নাচ। তাঁর মা আরতি রায় একজন বিখ্যাত নৃত্যশিল্পী। ছোটোবেলায় তাঁর মা এবং বড় বোন পূর্ণিমা রায় এর কাছ থেকে নাচ শেখেন।


এরপর পরবর্তীতে বন্দনা সেন এবং কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্য শেখেন। কেলুচরণ মহাপাত্রের প্রভাবে তিনি ভারতীয় লোকনৃত্যের প্রতি আকৃষ্ট হন।এইভাবেই শুরু হয়েছিল তাঁর নাচের কেরিয়ার। এরপর ১৯৯১ সালে তিনি নটরাজ দল প্রতিষ্ঠা করেন। মা নৃত্যশিল্পী, তাই নাচের প্রতি ছিল অগাধ ভালোবাসা। যদি অভিনেত্রী না হতেন, তাহলে অবশ্যই নৃত্যশিল্পী হতেন।

× close ad